East Bengal: গভীর রাতে সমর্থকদের গান, লাল-হলুদ আবির, কলকাতায় পা রেখে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের নতুন হেডস্যর
Carles Cuadrat: সকলের গায়ে লাল-হলুদ জার্সি। বিমানবন্দরের বাইরে লাল-হলুদ আবির খেলা চলছে। যে দৃশ্য মন ছুঁয়ে গিয়েছে কার্লোস কুয়াদ্রাতেরও।
কলকাতা: কাতার এয়ারওয়েজ়ের বিমান যখন কলকাতার মাটি স্পর্শ করল, ঘড়িতে প্রায় রাত ২টো। বিমানবন্দর থেকে তিনি যখন বেরলেন, কার্যত ভোররাত। অথচ কলকাতা বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে গিয়েছেন কয়েকশো মানুষ। মুখে গান। 'আমরা আছি তোমারই সাথে... ও ইস্টবেঙ্গল... এগিয়ে চলো...'।
সকলের গায়ে লাল-হলুদ জার্সি। বিমানবন্দরের বাইরে লাল-হলুদ আবির খেলা চলছে। যে দৃশ্য মন ছুঁয়ে গিয়েছে কার্লোস কুয়াদ্রাতেরও।
দায়িত্ব নিয়ে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তাঁর সঙ্গে এলেন সহকারী কোচ দেলগাদো ও আলবার্তো মার্তিনেজ়। কোচ কুয়াদ্রাতকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন বহু ইস্টবেঙ্গল সমর্থক। তাঁরা কুয়াদ্রাতকে 'জয় ইস্টবেঙ্গল' স্লোগান দিয়ে স্বাগত জানালেন। ইস্টবেঙ্গলের কর্ণধার দেবব্রত সরকার কোনওমতে ভিড় থেকে বাঁচিয়ে গাড়িতে তোলেন কুয়াদ্রাতকে।
মঙ্গলবার থেকেই এই আইএসএল জয়ী কোচ ডুরান্ড কাপের অনুশীলন শুরু করে দেবেন। গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের শুধুই ব্যর্থতা। কুয়াদ্রাতের কাছ থেকে সাফল্যের স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা। ভারতে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৫৪ বছর বয়সী কুয়াদ্রাতের। ২০১৬-১৮ পর্যন্ত কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসি-র সহকারী কোচের পদে ছিলেন। সেই সময় বেঙ্গালুরুকে ফেডারেশন কাপ এবং প্রথম সুপার কাপ জিততে সাহায্য করেন। একই সময়ে বেঙ্গালুরু এফসি প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি কাপের ফাইনালে উঠেছিল।
২০১৮ সালে প্রধান কোচ হিসেবে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব নেন কুয়াদ্রাত। প্রথম মরশুমেই (২০১৮-১৯) দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন তিনি। পরের বছর তাঁর প্রশিক্ষণে থাকা বেঙ্গালুরুর দল ফের প্লে-অফে ওঠে। ভারতে কোচিং করতে এসে বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন। ভারতে সাফল্য পাওয়ার পর তিনি সাইপ্রাস ও ডেনমার্কের দুই ক্লাবে সহকারী কোচ হিসেবে কাজ করেন। ফুটবলজীবনে ১৯৭৮ থেকে ১৯৮৮ ডিফেন্ডার হিসেবে এফসি বার্সেলোনার সবকটি যুব দলের হয়ে খেলেছেন কুয়াদ্রাত। ১৯৮৬ ও ১৯৮৭-তে বার্সেলোনা এফসি-র অনূর্ধ্ব ১৯ দল স্প্যাানিশ কাপ জেতে, সেই দলেরও সদস্য ছিলেন তিনি। এছাড়াও স্পেনের অনূর্ধ্ব ১৬ দলের হয়ে ১৯৮৫-র উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দলকে তৃতীয় স্থানে থাকতে সাহায্য করেছিলেন।
সোমবার বিএসএসের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে বিনো জর্জের ছেলেদের খেলা দেখতে যাওয়ার কথা কুয়াদ্রাতের।
আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন