ENG vs SA 1st ODI: কেরিয়ারের শেষ ওয়ান ডে-তে চূড়ান্ত ব্যর্থ স্টোকস, বড় ব্যবধানে হারল ইংল্যান্ড
ENG vs SA: ইংল্যান্ডের প্রচন্ড গরমে মাথা ঠান্ডা রেখে দুরন্ত ইনিংসে নজর কাড়লেন ব়্যাসি ভ্যান দার দাসেন। এই ম্যাচেই নিজের কেরিয়ারের তৃতীয় ওয়ান ডে শতরান করলেন তিনি।
ডারহ্যাম: সোমবারই (১৮ জুলাই) আন্তর্জাতিক ওয়ান ডে থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন বেন স্টোকস (Ben Stokes)। সেইমতোই চেস্টার-লে-স্ট্রিটে নিজের ঘরের মাঠে শেষ ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। 'গার্ড অফ অনার' দিয়ে স্টোকসকে স্বাগত জানানো হলেও, তার শেষটা কিন্তু একেবারেই মধুর হল না।
শতরান দাসেনের
ইংল্যান্ড তো বড় ব্য়বধানে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলই, ব্যাটে বলে-চূড়ান্ত ব্যর্থ হলেন স্টোকস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া শিবির। কুইন্টন ডি কক ব্যাট হাতে মাত্র ১৯ রানে ফিরলেও, তার ওপেনিং পার্টনার জানেমন মালান ৫৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তবে ইংল্যান্ডের প্রচন্ড গরমে মাথা ঠান্ডা রেখে দুরন্ত ইনিংসে নজর কাড়লেন ব়্যাসি ভ্যান দার দাসেন (Rassie van der Dussen)। করে ফেললেন তার কেরিয়ারের তৃতীয় শতরান। ১৩৪ রানের ইনিংসই প্রোটিয়া তারকার সর্বোচ্চ ওয়ান ডে স্কোর।
দাসেনকে যোগ্য সঙ্গ গেন এইডেন মার্করাম। তৃতীয় উইকেটে মার্করাম-দাসেন ১৫১ রান যোগ করেন। মার্করাম ৭৭ রানের ইনিংস খেলেন। বেন স্টোকস পাঁচ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান খরচ করেন। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ৩৩৩ রানে নিজেদের ইনিংস শেষ করেন। বিরাট রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ইংল্যান্ড কিন্তু শুরুটা মন্দ করেনি। জেসন রয় ও জনি বেয়ারস্টো শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।
একা লড়লেন রুট
রয় ৪৩ রানে আউট হলেও, বেয়ারস্টো অর্ধশতরান (৬৩) করেন। তিনে নেমে দুরন্ত একটি ৮৬ রানের ইনিংস খেলেন বটে জো রুট (Joe Root)। তবে ইংল্যান্ড মিডল অর্ডার থেকে তেমন সাপোর্ট পাননি রুট। আনরিচ নোখিয়ার আগুনে বোলিংয়ে ইংরেজদের লোয়ার মিডল অর্ডার একেবারে ধ্বংস হয়ে যায়। স্টোকস মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৭১ রানে। ৬২ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে প্রোটিয়া শিবির। নোখিয়া চার উইকেট নিলেও, শতরানের জন্য দাসেনকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলেন দাসেনরা।
আরও পড়ুন: সৌরভের বোর্ডের মাস্টারস্ট্রোক! ক্রিকেটের ক্লাস নেবেন ব্যাডমিন্টনের কিংবদন্তি গোপীচন্দ