India Womens Team Squad: ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরলেন বাংলার রিচা, কবে-কোথায় ম্যাচ হরমনপ্রীতদের?
BCCI: কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের বাইরে ছিলেন বাংলার রিচা ঘোষ। তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল। তবে ইংল্যান্ড সফরে মূল দলে ফিরলেন রিচা।
মুম্বই: ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় মহিলা দল (BCCI) । ইংরেজদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত (Team India) । যে সফরের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল । কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের বাইরে ছিলেন বাংলার রিচা ঘোষ । তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল । তবে ইংল্যান্ড সফরে মূল দলে ফিরলেন রিচা । যদিও শুধু টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে শিলিগুড়ির ক্রিকেটারকে । ওয়ান ডে দলে আছেন ঝুলন গোস্বামী ।
দুই দলেরই অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ।
ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমাইমা রডরিগেজ, স্নেহ রানা, রেনুকা ঠাকুর, মেঘনা সিংহ, রাধা যাদব, সাব্বিনেনি মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, দয়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) ও কে পি নভগিরে।
ভারতের ওয়ান ডে দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমাইমা রডরিগেজ, স্নেহ রানা, রেনুকা ঠাকুর, মেঘনা সিংহ, সাব্বিনেনি মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, দয়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হার্লিন দেওল, ঝুলন গোস্বামী।
🚨 NEWS 🚨: Team India (Senior Women) squad for England tour announced. #TeamIndia | #ENGvIND
— BCCI Women (@BCCIWomen) August 19, 2022
More Details 🔽https://t.co/EcpwM3zeVO
ইংল্যান্ড সফরের সূচি:
প্রথম টি-টোয়েন্টি - ১০ সেপ্টেম্বর, ডারহাম
দ্বিতীয় টি-টোয়েন্টি - ১৩ সেপ্টেম্বর, ডার্বি
তৃতীয় টি-টোয়েন্টি - ১৫ সেপ্টেম্বর, ব্রিস্টল
প্রথম ওয়ান ডে - ১৮ সেপ্টেম্বর, হোভ
দ্বিতীয় ওয়ান ডে - ২১ সেপ্টেম্বর, ক্যান্টারবেরি
তৃতীয় ওয়ান ডে - ২৪ সেপ্টেম্বর, লর্ডস
#TeamIndia (Senior Women) squad for England tour announced. #ENGvIND
— BCCI Women (@BCCIWomen) August 19, 2022
আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা