IND W vs ENG W: মিতালির বিশ্বরেকর্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে জয় ভারতের
India Women vs England Women ODI Series: রেকর্ড গড়ে দলকে ওয়ান ডে সিরিজে শেষ ম্যাচে জেতালেন মিতালি। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বাধিক রান এখন মিতালির।
![IND W vs ENG W: মিতালির বিশ্বরেকর্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে জয় ভারতের ENG-W Vs IND-W, Women's ODI: Mithali Raj, Smriti Mandhana, Spinners Script India's First Win Of England Tour IND W vs ENG W: মিতালির বিশ্বরেকর্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে জয় ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/14ccc9f0e255c6bd1c76e945b3978302_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উরসটার: সিরিজ হারতে হয়েছিল আগেই। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে অবশ্য জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জিতল মিতালি রাজ অ্যান্ড কোং। উরসটারে প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ২১৯ রান করে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় ভারত। ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ে দলকে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচালেন মিতালি রাজ। একইসঙ্গে এই সিরিজেই টানা তিনটে অর্ধশতরানও পূরণ করলেন মিতালি।
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের থেকে একটু দেরিতে শুরু হয় খেলা। ওভার সংখ্যাও কমিয়ে আনা হয়। ৫০ ওভারের বদলে ৪৭ ওভারের ম্যাচ করা হয়। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রতিপক্ষ শিবিরে প্রথমেই আঘাত হানেন শিখা পাণ্ডে। ইংরেজ ওপেনার ট্যামি ব্যুমন্টকে ম্যাচের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন তিনি। এরপর উইনফিল্ড ও ইংরেজ দলের ক্যাপ্টেন হেদার নাইট মিলে একটা পার্টনারিশপ গড়ে তোলার চেষ্টা করছিলেন। দু’জনে মিলে বোর্ডে ৬৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। হেদার ফিরে যাওয়ার পর সেভাবে কেউই আর বড়ো পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ২১৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা সর্বাধিক ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধানার ৪৯ রান ও ক্যাপ্টেন মিতালি রাজের অপরাজিত ৭৫ রানের সুবাদে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। স্মৃতি অল্পের জন্য অর্ধশতরান না পেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ভারতের মহিলা দলের অধিনায়ক। একই সঙ্গে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন মিতালি। টপকে গেলেন শার্লটি এডওয়ার্ডসের ১০ হাজার ২৭৩ রানের রেকর্ড। এই ম্যাচে নামার আগে মিতালি মাত্র ১২ রান পিছিয়ে ছিলেন শার্লট এডওয়ার্ডসের থেকে। কেরিয়ারে এখনও পর্যন্ত ৮টি শতরান ও ৮৭টি অর্ধশতরান করেছেন মিতালি। সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে মহিলাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস।
পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক সচিন তেন্ডুলকর। ৬৬৪ ম্যাচে তাঁর দখলে রয়েছে ৩৪ হাজার ৩৫৭ রান। ঝুলিতে ১০০টি শতরান ও ১৬৪টি অর্ধশতরান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)