এক্সপ্লোর
Advertisement
ভারতের ৪৫৫, ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত। আজ ৪৫৫ রানে বিরাট কোহলিদের ইনিংস শেষ হওয়ার পর দিনের শেষে অ্যালেস্টার কুকদের রান ৫ উইকেটে ১০৩। ক্রিজে আছেন বেন স্টোকস (১২) ও জনি বেয়ারস্টো (১২)।
গতকালের ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে আজ সকালে প্রথমে কোহলির উইকেট হারায় ভারত। ১৬৭ রান করে ফিরে যান ভারতের অধিনায়ক। তিনি এই ইনিংসে দ্বিশতরান করতে পারলে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে একই ক্যালেন্ডার বছরে তিনটি দ্বিশতরান করার বিরল রেকর্ড গড়তেন। কিন্তু সেই সুযোগ হারালেন।
কোহলি ফিরে যাওয়ার পর ঋদ্ধিমান সাহা (৩) ও রবীন্দ্র জাডেজা (০) দ্রুত আউটে হয়ে যান। জাডেজার আউটটি নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে। ৩৬৩ রানে ৭ উইকেট খুইয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে সাড়ে চারশো পার করে দেন রবিচন্দ্রন অশ্বিন (৫৮) ও প্রথম টেস্ট খেলতে নামা জয়ন্ত যাদব (৩৫)।
জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই অধিনায়ক কুকের উইকেট হারায় ইংল্যান্ড। মাত্র ২ রান করেন কুক। অসাধারণ একটি বলে তাঁর অফ স্ট্যাম্প দু টুকরো করে দেন মহম্মদ শামি। এরপর জো রুট (৫৩) লড়াই করছিলেন। কিন্তু অশ্বিন তাঁকে ফিরিয়ে দেওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। আগামীকাল ভারতের বোলারদের এই পারফরম্যান্স বজায় থাকলে সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন কোহলিরা।
আরও পড়ুন, দেখুন, ধোনির মতোই উইকেটের দিকে না তাকিয়ে রান আউট করলেন ঋদ্ধিমান
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement