England vs Pakistan: আচমকা অসুস্থ এক ঝাঁক ইংরেজ ক্রিকেটার, পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট
Pak vs Eng: পাকিস্তান সফরে ইংল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৪-১৫ জন সংক্রমণের শিকার হয়েছেন।
![England vs Pakistan: আচমকা অসুস্থ এক ঝাঁক ইংরেজ ক্রিকেটার, পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট England vs Pakistan: First test could be delayed by 24 hours after illness sweeps through England squad England vs Pakistan: আচমকা অসুস্থ এক ঝাঁক ইংরেজ ক্রিকেটার, পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/30/1b81248db6fd7f155436295556ed7cc7166980375543650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: পাকিস্তানের মাটিতে সিরিজ শুরুর আগে অদ্ভুত সমস্যায় ইংল্যান্ড ক্রিকেট দল (Pakistan vs England)। বাবর আজমদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস-সহ ইংল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। যার জেরে পিছিয়ে যেতে পারে পাকিস্তান বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ।
পাকিস্তান সফরে ইংল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৪-১৫ জন সংক্রমণের শিকার হয়েছেন। মাত্র ৫ জন ক্রিকেটার ঐচ্ছিক প্র্যাক্টিসে যোগ দেন বলে খবর। রাওয়ালপিন্ডি টেস্টের আগে জো রুট, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, ওলি পোপ ও কিটন জেনিংস হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের নজরদারিতে অনুশীলন সেরেছেন। বাকিদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চোট পাওয়া মার্ক উড ছাড়া দলের সব সদস্য আগের দিন অনুশীলনে যোগ দিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, নতুন ভাইরাসের উপসর্গ করোনা ভাইরাসের মতো নয়। ঠিক কতজন অসুস্থ, এবং ভাইরাস আক্রান্তদের উপসর্গ নিয়ে ইংল্যান্ড দলের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আক্রান্তদের হোটেলের রুমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বেন স্টোকস হোটেলবন্দি বলেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ট্রফি উন্মোচন অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছে।
View this post on Instagram
যদিও স্টোকসদের রেখেই প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার কথা লিয়াম লিভিংস্টোনের। তবে টেস্ট ম্যাচটি একদিন পিছিয়েও যেতে পারে। ম্যাচ শুরু হতে পারে বৃহস্পতিবার।
আরও পড়ুন: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)