এক্সপ্লোর
Advertisement
লড়াই করেও হার বাংলাদেশের
চট্টগ্রাম: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে জয়ের খুব কাছে গিয়েও খালি হাতেই ফিরতে হল বাংলাদেশকে। ২২ রানে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৬৩ রানে অলআউট হয়ে গেল মুশফিকুর রহিমের দল।
এই ম্যাচে প্রথম ইনিংসে ২৯৩ রান করে ইংল্যান্ড। এরপর ব্যাট করতে নেমে ২৪৮ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর চতুর্থ দিন উত্তেজক সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল এই টেস্ট। চতুর্থ দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৮ উইকেটে ২৫৩। ক্রিজে ছিলেন সাব্বির রহমান (৫৯) ও তাইজুল ইসলাম (১১)।
আজ সকালে বাংলাদেশ বাকি রানটুকু তুলে নিয়ে ম্যাচ জিতে যাবে বলেই আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু এদিন মাত্র ৩.৩ ওভার খেলার পরেই বাংলাদেশের শেষ দু উইকেট পড়ে গেল। যোগ হল মাত্র ১০ রান। সাব্বির ৬৪ রানে অপরাজিত রইলেন।
এই টেস্টে হারলেও, বাংলাদেশের প্রাপ্তি কম হল না। এই টেস্টে অভিষেক হওয়া মেহদি হাসান এবং সাব্বির ভবিষ্যতে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন মেহদি। অলরাউন্ডার সাব্বির প্রথম ইনিংসে ব্যাটে-বলে সাফল্য না পেলেও, দ্বিতীয় ইনিংসে চাপের মুখে লড়াকু ইনিংস খেললেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement