Erling Haaland: উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন আর্লিং হালান্ড
UEFA Men's Player of the Year: তিনটি টুর্নামেন্টে সিটির জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল হালান্ডের। ২৩ বছরের তরুণ এই ফুটবলার সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাওয়ার জন্যও মনোনীত হয়েছিলেন।
মোনাকো: ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আর্লিং হালান্ড (Erling Haaland)। ম্যাঞ্চেস্টার সিটির (Manchester United) জার্সিতে রেকর্ড সংখ্যক গোল করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। ৫৩ ম্যাচ খেলে মোট ৫২ গোল করেছেন হালান্ড। এক মরসুমে যা ইংলিশ প্রিমিয়ার লিগে যে কোনও ফুটবলারের করা সর্বাধিক গোল। গত মরসুমে ম্যান সিটি 'ট্রেবল' জিতেছিল। অর্থাৎ এফ এ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ। এই তিনটি টুর্নামেন্টে পেপ গুয়ার্দিওয়ালার দলের জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল হালান্ডের। ২৩ বছরের তরুণ এই ফুটবলার সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাওয়ার জন্যও মনোনীত হয়েছিলেন। তবে সেই পুরস্কার পান বুকায়ো সাকা। এই পুরস্কার পাওয়ার পর হালান্ড বলেন, "এটি জিততে পারা আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মরসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনও ভাবিনি।''
View this post on Instagram
এফ এ কাপ ও প্রিমিয়ার লিগে হালান্ডই ছিলেন সর্বাধিক গোলস্কোরার। এফএ কাপে মোট ১২টি গোল করেছিলেন নরওয়ের এই তরুণ স্ট্রাইকার। অন্যদিকে প্রিমিয়ার লিগে মোট ৩৬টি গোল করেছিলেন তিনি। বর্ষসেরা ফুটবলার হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন কেভিন ডি ব্রুইন ও লিওনেল মেসিও। কিন্তু এই দুজনকে টেক্কা দিয়ে পুরস্কার জিতে নেন হালান্ড।
পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বয়স ৩৮ পেরিয়েছে, তাও এখনও দলের প্রয়োজনে তিনিই ত্রাতা। নতুন মরশুমে আল নাসরের (Al Nassr) হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ মহাতারকা গোল করার পাশাপাশি গোল করাচ্ছেনও। এই দুরন্ত ফর্মের সুফলও পেয়ে গেলেন রোনাল্ডো। অগাস্ট মাসের জন্য সৌদি প্রো লিগের (Saudi Pro League) সেরা খেলোয়াড়ের পুরস্কার (Player of the Month) পেলেন পর্তুগিজ মহাতারকা।
আল নাসরের হয়ে অগাস্ট মাসে লিগে পাঁচটি গোল করার পাশাপাশি দুইটি গোলের অ্যাসিস্টও বাড়ান তিনি। রোনাল্ডো সম্প্রতি আল ফাতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। আল শাবাবের বিরুদ্ধে পেনাল্টি থেকে দুই গোল করেন। ৪-০ জেতে আল নাসর। লিগের শুরুটা আল নাসর একেবারেই ভালভাবে করতে পারেনি। রোনাল্ডোর অনুপস্থিতিতে আল ইত্তিফাকের বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয় তাঁর দল। রোনাল্ডো দলে ফিরলেও, আল তাউনের বিরুদ্ধেও ২-০ পরাজিত হয় আল নাসর।