(Source: ECI/ABP News/ABP Majha)
Euro 2020 Updates: ফ্রান্সের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড সুইসদের, আজ কোথায়-কখন দেখবেন ম্যাচ?
একাধিক ফুটবলারের চোট-আঘাত চিন্তায় রাখছে ফরাসি শিবিরকে।
কোপেনহাগেন: বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে আজ ইউরো কাপের শেষ ষোলোর ম্যাচে নামছে সুইৎজ়ারল্যান্ড। যে ম্যাচের আগে সুইস শিবিরকে চাঙ্গা রাখছে ফ্রান্সের বিরুদ্ধে তাদের রেকর্ড। হেড টু হেডের বিচারে ফ্রান্সের চেয়ে খুব একটা পিছিয়ে নেই সুইসরা। মোট ৩৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দু’দল। যেখানে ১৬বার জয় পেয়েছে ফ্রান্স। আর ১২ ম্যাচ জিতেছে সুইৎজ়ারল্যান্ড। দু’দলের মধ্যে শেষ ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল।
চলতি ইউরো কাপে তিন ম্যাচে একটি জয় ও দু'টি ড্র-সহ ৫ পয়েন্ট নিয়ে এফ-গ্রুপ থেকে এক নম্বরে থেকে শেষ ষোলোয় পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের প্রতিপক্ষ এ গ্রুপের তৃতীয় দল সুইৎজ়ারল্যান্ড। যারা লিগের তিন ম্যাচের ১টিতে জিতেছে ও একটি ড্র করেছে। হার একটি ম্যাচে।
ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলতে নামছে। তবে বিশ্বচ্যাম্পিয়নদের এবারের ইউরোর পারফরম্যান্স নজর কাড়তে পারেনি। প্রথম ম্যাচে দিদিয়ে দেশঁর দল জার্মানিকে হারিয়েছিল আত্মঘাতী গোলের সুবাদে। হাঙ্গেরির বিরুদ্ধে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল কিলিয়ান এমবাপেদের। পর্তুগালের বিরুদ্ধেও জোড়া গোল হজম করে ম্যাচ ড্র করেছিল ফ্রান্স।
তবে নক আউটে অন্য ফ্রান্সকে দেখা যাবে বলে আশাবাদী কোচ দেশঁ। তিন বছর আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন কিলিয়ান এমবাপে। তবে গ্রুপ পর্বে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। যদিও ক্লাব ফুটবলে গত মরসুমটা দারুণ কেটেছে তাঁর। তবে ইউরো কাপে চেনা ছন্দে নেই। তবে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে এমবাপেকে চেনা ফর্মে দেখা যাবে বলে আশাবাদী দেশঁ। বলেছেন, ‘গ্রুপ পর্বে দল প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেনি। তবে নক আউট পর্বে আশা করছি দলের প্রত্যেকে সেরা পারফরম্যান্স দেখাবে।’
একাধিক ফুটবলারের চোট-আঘাত অবশ্য চিন্তায় রাখছে ফরাসি শিবিরকে। হাঁটুর চোটের জেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দেম্বেলে।আগের ম্যাচে চোট পেয়েছেন লুকাস দিন ও লুকাস হার্নান্ডেজও। চোটে কাবু আদ্রিয়ান র্যাবিয়ত।
কখন, কোথায় দেখবেন ম্যাচ: ফ্রান্স বনাম সুইৎজ়ারল্যান্ড ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। খেলা শুরু রাত ১২.৩০।
রেকর্ডের সামনে মেসি, বলিভিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও খেলবেন শুরু থেকেই