এক্সপ্লোর
বিসিসিআই চালাবে প্রাক্তন সিএজি রাইয়ের নেতৃত্বে চার সদস্যের কমিটি

নয়াদিল্লি: বিসিসিআই চালাবে চার সদস্যের প্রশাসক কমিটি৷ ওই চার সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) বিনোদ রাই৷ রয়েছেন মহিলাদের ক্রিকেটের প্রাক্তন ভারত অধিনায়ক ডায়না এদুলজি, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ও নামজাদা বেসরকারি সংস্থা আইডিএফসি-র ডিরেক্টর ও সিইও বিক্রম লিমায়ে৷ লোঢা সুপারিশ নিয়ে মামলায় আজ এই রায় দিল সুপ্রিম কোর্ট৷ প্রবীন আইনজীবী ও বিসিসিআই এবং রাজ্য ক্রিকেট সংস্থাগুলির পেশ করা নামের পৃথক পৃথক তালিকা থেকে প্রশাসকদের নাম বেছে নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশাসক হিসেবে ক্রীড়ামন্ত্রকের সচিবকে নিযুক্ত করার যে আর্জি কেন্দ্র জানিয়েছিল তা খারিজ করে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, এই কমিটি বিসিসিআই-এর সংগঠনে লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী সংস্কার রূপায়ণ করবে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি-র তিনদিনের বৈঠক। ওই বৈঠকে যোগদানের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করে দিয়েছে বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি ডিডব্লু চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ। কমিটিতে রয়েছেন বিসিসিআই-এর যুগ্ম সচিব অমিতাভ চৌধুরি, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি এবং লিমায়ে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার
ক্রিকেট






















