Laxmiratan Shukla: ময়দানের ২২ গজে অভিষেক ছেলে অগস্ত্যর, বেশি প্রচার চান না সতর্ক লক্ষ্মীরতন
CAB Cricket: ময়দানের ২২ গজে অনেক স্বপ্ন নিয়ে দৌড় শুরু করলেন অগস্ত্য শুক্ল। যাঁর আর এক পরিচয়, তিনি বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লর ছেলে।
![Laxmiratan Shukla: ময়দানের ২২ গজে অভিষেক ছেলে অগস্ত্যর, বেশি প্রচার চান না সতর্ক লক্ষ্মীরতন Expectations galore as Laxmiratan Shukla's son Agastya Shukla made his debut for Mouri Sporting Club in CAB tournament Laxmiratan Shukla: ময়দানের ২২ গজে অভিষেক ছেলে অগস্ত্যর, বেশি প্রচার চান না সতর্ক লক্ষ্মীরতন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/03/052af92ffb2786b53689d34d60c05248_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হাঁটাচলায় বাবার ছাপ। সবচেয়ে চমকে উঠতে হয় বোলিং দেখলে। বোলিং অ্যাকশন যেন অবিকল এক।
ময়দানের বাইশ গজে অনেক স্বপ্ন নিয়ে দৌড় শুরু করলেন অগস্ত্য শুক্ল (Agastya Shukla)। যাঁর আর এক পরিচয়, তিনি বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লর (Laxmirfatan Shukla) ছেলে। মৌরি স্পোর্টিং ক্লাব সই করিয়েছিল অগস্ত্যকে। তাদের হয়ে সিএবি-র অনূর্ধ্ব ১৮ আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলছেন অগস্ত্য।
শুক্রবার সিএবি-র অনূর্ধ্ব ১৮ আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেশপ্রিয় পার্কে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটকে ৩৭ রানে হারিয়ে দিল মৌরি স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে খেললেন অগস্ত্য। টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় ম্যাচ। ব্যাট করতে হয়নি। পরে ডানহাতি মিডিয়াম পেস বল করেন। ২ ওভারে মাত্র ১৪ রান খরচ করেন। কোনও উইকেট না পেলেও, অগস্ত্যর বোলিং দেখে খুশি মাঠে হাজির সকলেই। অনেকেই বলছেন, এ তো পুরো লক্ষ্মীরতনের মতোই বল করে।
ছেলেকে নিয়ে অবশ্য খুব সতর্ক থাকছেন বর্তমানে বাংলার যুব দলের কোচ লক্ষ্মীরতন। নামী বাবার ছেলে হওয়ার চাপ বরাবর তাড়া করেছে রোহন গাওস্কর, অর্জুন তেন্ডুলকরদের। লক্ষ্মী চান না, তাঁর ছেলেকে সেই চাপের মুখোমুখি হতে হোক। এবিপি লাইভকে বাংলার প্রাক্তন অলরাউন্ডার বললেন, 'ওকে খেলতে দিন। বিতানকে (অগস্ত্যর ডাকনাম) নিয়ে বেশি হইচই হোক চাই না। সবে ওর দ্বিতীয় ম্যাচ খেলল। ওর পাশে থাকুন। সকলের আশীর্বাদ প্রয়োজন ওর।'
ক্রিকেটের বাইশ গজে হোক বা রাজনীতির মঞ্চে, ক্রীড়া, সাহিত্য হোক বা বিনোদনের দুনিয়া, বিখ্যাত বাবার ছেলে হওয়া মানেই তাঁর দিকে থাকবে প্রচারের আলো। ঘিরে থাকবে প্রত্যাশার ফানুস। পান থেকে চুন খসলেই যেন বিপত্তি। অর্জুন তেন্ডুলকর মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ পেলেও যেখানে সমালোচনা শুরু হয়ে যায় যে, কিংবদন্তির ছেলে বলেই হয়তো সুযোগ পেয়েছে। অভিষেক বচ্চনকে প্রতি পদে তুলনা করা হয় অমিতাভের সঙ্গে।
লক্ষ্মীরতন তাই ছেলেকে নিয়ে সাবধানী। চান না, তাঁর খ্যাতি ছেলের ওপর চাপ তৈরি করুক। খোলা মনে ক্রিকেট খেলুক অগস্ত্য, বাবার আপাতত সেই একটাই প্রার্থনা।
আরও পড়ুন: ভারতে মহিলা ফুটবলের উন্নয়নে উদ্যোগ, অঞ্জু তামাঙ্গের পাশে এফপিএআই
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)