এক্সপ্লোর
Advertisement
পরিসংখ্যান অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রবল দাবিদার ভারত
লন্ডন: গ্রুপ বি থেকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে এই গ্রুপ থেকে শেষ চারে উঠেছে পাকিস্তান। আজ প্রথম সেমিফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আগামীকাল গ্রুপ এ-র দ্বিতীয় দল বাংলাদেশ মুখোমুখি হচ্ছে গ্রুপ-এ শীর্ষে থাকা দল ভারতের। আট দলের এই টুর্নামেন্ট ট্রফির দাবিদার এখন এই চারটি দল।
কিন্তু পরিসংখ্যান অনুসারে কাপ জয়ের দৌড়ে এগিয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারতই।
গ্রুপ লিগে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হারলেও যেভাবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে পর্যুদস্ত করছে টিম কোহলি, তাতে তাদের শক্তির পরিচয় পাওয়া গিয়েছে।
সেরা ওপেনিং জুটি-ভারতীয় দলে রয়েছে টুর্নামেন্টের সেরা ওপেনিং জুটি শিখর ধবন ও রোহিত শর্মা। দুই ব্যাটসম্যানের জুটি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচে ২৯৭ রান যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি শতরানের পার্টনারশিপ।টুর্নামেন্টের অপর ফেভারিট ইংল্যান্ড দল তাদের ওপেনিং জুটি নিয়ে সমস্যায় রয়েছে। অন্যদিকে, পাকিস্তান বা বাংলাদেশের কাছে ভারতের সঙ্গে টক্কর দেওয়ার মতো বিশ্বামানের ওপেনার নেই। এ দিক থেকে ভারত অন্যান্য দলগুলির তুলনায় এগিয়ে।
সেইসঙ্গে টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিখর ধবনের।
ইনফর্ম মিডল ওভার- টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এই টুর্রামেন্টে দারুন ফর্মে রয়েছেন। ওপেনিংয়ে রোহিত-ধবনের পর মিডল অর্ডারে বিরাট কোহলি, যুবরাজ সিংহ, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া ও কেদার যাদবের মতো ব্যাটসম্যান রয়েছেন। রয়েছেন রবীন্দ্র জাদেজাও। তাঁদের মধ্যে প্রত্যেকেরই বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এখনও পর্যন্ত জ্বলে উঠেছেন কোহলি, ধোনি, যুবরাজ ও হার্দিকরা। কোহলি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৫৭ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। যুবরাজ পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে দ্রুত অর্ধশতরানের ইনিংস খেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধেই ঝোড়ো ইনিংস খেলেছেন হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ধোনি।
ভারতের মিডল অর্ডার টুর্নামেন্টে এ পর্যন্ত মোট ৫৩৬ রান করেছে। এর থেকেই স্পষ্ট, যে কোনও টিমের মোকাবিলা করতে প্রস্তুত ভারতের মিডল অর্ডার।
সবচেয়ে ভালো বোলিং আক্রমণ- ভারতের বোলাররা এই টুর্নামেন্টে বেশ ভালো প্রভাব ফেলেছেন। ভূবনেশ্বর, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব নিজেদের মেলে ধরেছেন। দুই স্পিনার আর অশ্বিন ও রবীন্দ্র জাদেদা রয়েছেন দুরন্ত ফর্মে।
শ্রীলঙ্কা বাদে গ্রুপ লিগে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-দুটি দলকেই অল আউট করেছে ভারত।
বোলিংয়ের দিক থেকে ইংল্যান্ড ও পাকিস্তান দল ভালো হলেও এক্ষেত্রে ভারতই এগিয়ে। কারণ, ভারতীয় বোলিং অ্যাটাক বৈচিত্রে ও ভারসাম্যে এগিয়ে।
সবচেয়ে ভালো ফিল্ডিং- টুর্নামেন্টে ভারতীয় দলের ফিল্ডিংও চোখে পড়ার মতো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ে ভারতীয় ফিল্ডিংয়ের ভূমিকা ছিল। এবি ডিভিলিয়ার্স ও ডেভিড মিলারের মতো ব্যাটসম্যানদের ওই ম্যাচে রান আউট করেন ভারতীয় ফিল্ডাররা।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত বিপক্ষের ছয় ব্যাটসম্যানকে রান আউট করেছে ভারত। যেখানে অন্য দলগুলি দুটির বেশি রান আউট করতে পারেনি।
এই সব পরিসংখ্যান থেকে বোঝা যায়, খেতাব জয়ের প্রবল দাবিদার ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement