Ind vs Nz: টেস্টে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপট ভারতের, উচ্ছ্বসিত অক্ষর
Akshar Patel: মাত্র ৫ মাসে বদলে গিয়েছে ছবিটা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দলের কাছে একপেশেভাবে হারতে হয়েছিল, সেই নিউজিল্য়ান্ডকেই ঘরের মাঠে টেস্টে নাকানিচোবানি খাওয়াচ্ছে ভারত।
কলকাতা: মাত্র ৫ মাসে বদলে গিয়েছে ছবিটা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যে দলের কাছে একপেশেভাবে হারতে হয়েছিল, সেই নিউজিল্য়ান্ডকেই ঘরের মাঠে টেস্টে নাকানিচোবানি খাওয়াচ্ছে ভারত। মাঠে কিউয়িদের শাসন করতে পেরে উচ্ছ্বসিত অক্ষর পটেল (Akshar Patel)। জানিয়ে দিচ্ছেন, দল হিসাবে লক্ষ্য়ে অবিচল রয়েছে টিম ইন্ডিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ফের একবার টেস্ট ক্রিকেটের মঞ্চে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচে কানপুরে দাপট দেখিয়েছিল ভারত। অল্পের জন্য সেই ম্যাচ জিততে পারেনি ভারত। তবে ওয়াংখেড়েতে ভারতের দাপট আরও বেড়েছে। তৃতীয় দিনের শেষেই বড় জয়ের স্বপ্নে বিভোর ভারত। ম্যাচ জিততে আর ৫ উইকেট চাই বিরাট কোহলিদের। হাতে এখনও ৩৯৯ রানের বিশাল পুঁজি। ম্যাচ ও সিরিজ জয় কার্যত সময়ের অপেক্ষা।
টেস্টে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই দাপট কতটা তৃপ্তিদায়ক? তৃতীয় দিনের খেলার শেষে অক্ষর পটেলের কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। মুম্বই থেকে ভার্চুয়াল মাধ্যমে গুজরাতের বাঁহাতি স্পিনার বললেন, 'প্রতিপক্ষকে শাসন করতে পারলে ভাল লাগে। এই টেস্ট সিরিজ ঘরের মাঠে খেলছি। ঘরের মাঠে বেশ কয়েক বছর ধরে আমরা দাপট দেখিয়ে এসেছি। লক্ষ্যে অবিচল থাকা এবং নিজের শক্তি অনুযায়ী খেলতে পারাটা গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলছি বলে হাল্কা দেওয়ার প্রশ্নই নেই।'
আরও পড়ুন: কোণঠাসা নিউজিল্যান্ড, ভারত আর সিরিজ জয়ের মধ্যে দাঁড়িয়ে ৫ উইকেট
টেস্ট ক্রিকেটে ভারত বরাবরই ঘরের মাঠে প্রবল শক্তিশালী প্রতিপক্ষ। যা নিয়ে অক্ষর বলছেন, 'ঘরের মাঠে আমাদের রেকর্ড দারুণ। তার নেপথ্যে রয়েছে আমাদের সকলের প্রচেষ্টা। সাধনা। ঘরের মাঠে এই আধিপত্য একদিনে আসেনি। নিজেদের সেরা পারফর্মটা করে এই জায়গায় পৌঁছেছি। আমাদের দলে একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে যে নিজের দক্ষতা মেলে ধরো। সেটাই করছি। ঘরের মাঠে দাপট দেখাতে পারাটা সন্তোষজনক।'