FIFA on Sunil Chhetri: সুনীল ছেত্রীকে সম্মান জানাল ফিফা, প্রকাশিত হল তথ্যচিত্র
Sunil Chhetri: বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন ফুটবলারদের মধ্যে কেবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিই ছেত্রীর থেকে বেশি আন্তর্জাতিক গোল করেছেন।
জুরিখ: আন্তর্জাতিক ফুটবলে ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন ফুটবলারদের মধ্যে কেবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭) এবং লিওনেল মেসিই (৯০) ছেত্রীর (৮৪) থেকে বেশি আন্তর্জাতিক গোল করেছেন। সেই সুনীল ছেত্রীকেই এবার বিশেষ উপায়ে সম্মান জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।
ফিফার সম্মান
তিন এপিসোডের এক তথ্যচিত্রে সুনীল ছেত্রীর জীবন ও তাঁর ফুটবল কেরিয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেছে ফিফা। ফিফার স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ফিফা+ এই সিরিজ দেখা যাবে বলে জানানো হয় সংস্থার তরফে। সোশ্যাল মিডিয়ায় ফিফার বিশ্বকাপ প্রোফাইল থেকে ট্যুইট করে লেখা হয়, 'আপনারা সকলেই মেসি ও রোনাল্ডোর বিষয়ে জানেন। এবার বর্তমানে খেলা চালিয়ে যাওয়া তৃতীয় সর্বোচ্চ গোলদাতার গল্প দেখুন। সুনীল ছেত্রী ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক এখন ফিফা+ এ দেখা যাবে।'
You know all about Ronaldo and Messi, now get the definitive story of the third highest scoring active men's international.
— FIFA World Cup (@FIFAWorldCup) September 27, 2022
Sunil Chhetri | Captain Fantastic is available on FIFA+ now 🇮🇳
এই তথ্যচিত্রের প্রথম এপিসোডে সুনীলের কেরিয়ারের গোড়ার দিকের নানান বিষয় তুলে ধরা হয়েছে। তাঁর ২০ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটানো পর্যন্ত নানা তথ্য এই এপিসোডে তুলে ধরা হয়েছে। দ্বিতীয় এপিসোডে জাতীয় দলের হয়ে ছেত্রীর খেলা শুরু এবং তাঁর এক বড় ক্লাবের হয়ে খেলার স্বপ্নের বিষয়টাই তুলে ধরা হয়েছে। তৃতীয় এপিসোডটায় আবার ছেত্রীর কেরিয়ার অসংখ্য সাফল্য ও অগণিত ট্রফির বিষয় দেখানো হয়েছে। ১৮ বছর আগে সুনীল ছেত্রী ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পর থেকে এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩১টি ম্যাচ খেলে ফেলেছেন।
সুনীলের মতামত
এই বিষয়ে কথা বলতে গিয়ে গর্বিত ছেত্রী আশা করছেন তাঁর কাহিনি পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ৩৮ বছর বয়সি ভারতীয় কিংবদন্তি ফুটবলার বলেন, 'আমি আশা করছি এই তথ্যচিত্র ভারতীয় ফুটবলের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে, যার ফলে ফুটবল জগতে ভারতের শক্তিশালী দল হয়ে ওঠে আসার স্বপ্ন সত্যি হবে।'
আরও পড়ুন: কলকাতায় ফিরছে আইএসএল, প্রকাশ পেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির প্রোমো