FIFA WC 2022: মরণ-বাঁচন ম্যাচের আগে লামের সমালোচনার জবাব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ফ্লিক
Hansi Flick: জার্মানদের বিরুদ্ধেকোস্তা রিকা রক্ষণাত্মক ফুটবল খেলবে বলে মনে করছেন হান্সি ফ্লিক এবং সেই কারণেই প্রথম থেকেই নাভাসদের চাপে ফেলে দিয়ে দ্রুত ম্যাচের দখল নিতে আগ্রহী জার্মান কোচ।
দোহা: বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম ম্যাচেই জাপানের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয় এবং পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে ১-১ ড্র, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের দেখা পাইনি জার্মানি (Germany Football Team)। তাই নিজেদের বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানদের জিততেই হবে। গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইউরোতেও প্রি-কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেনি জার্মানি। এই বিশ্বকাপে যাতে গত দুই বারের হতাশাজনক ফলাফলের পুনরাবৃত্তি ঘটে, তার জন্য বদ্ধপরিকর জার্মানরা। কোচ হান্সি ফিল্কের (Hansi Flick) ওপরেও যে চাপ রয়েছে তা বলাই বাহুল্য।
লামের সমালোচনা
দলের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ফিলিপ লাম জাপান ম্যাচে ফ্লিকের পরিকল্পনা নিয়েও প্রশ্নচিহ্ন তোলেন। দলের দুই তারকা ইলকায় গুন্দোয়ান এবং থোমাস মুলারকে তুলে নেওয়ায়র ফলে মূলত ফ্লিকের সমালোচনা করেন লাম। বর্তমানে জার্মান ফেডারেশনের হয়ে কর্মরত ফ্লিক বলেন, 'ফ্লিকের উচিত ওঁর অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আরও বেশি করে ভরসা করা। জাপান ম্যাচে ওঁ সেটা করেননি এবং দলের খেলার ছন্দ নষ্ট হয়ে যায়।'
ফ্লিকের জবাব
কোস্তা রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে জার্মানরা। সেই ম্যাচে না জিতলে ফ্লিকের কোচ থাকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতেই পারে। তবে সেইসব জল্পনা উড়িয়ে দিয়ে ফ্লিক ম্যাচের আগে বলেন, 'আমি আমার তরফ থেকে বলতে পারি যে আমি কোচ হিসাবে থাকব। ২০২৪ সাল পর্যন্ত আমার সঙ্গে চুক্তি রয়েছে এবং আমি আমাদের ঘরের মাঠে ইউরোতে দলকে কোচিং করাতে আগ্রহী। আমি বাড়তি কোনওরকম চাপ অনুভব করছি না এবং জাপান ম্যাচের পরেও আমি তেমন চাপ অনুভব করিনি। টুর্নামেন্টের আগে আমাদের প্রস্তুতির জন্য খুব বেশি সময় ছিল না। যত আমরা একে অপরের সঙ্গে অনুশীলন করব, তত আমাদের উন্নতি হবে।'
কোস্তা রিকা ম্যাচের পরিকল্পনার বিষয়ে কথা বলতে গিয়ে ফ্লিক স্পষ্ট জানান, যত দ্রুত সম্ভব তিনি ম্যাচ জিততে আগ্রহী। 'আমরা দ্রুত ম্যাচ শেষ করতে আগ্রহী। তাই শুরু থেকেই ওদের চাপে রাখতে হবে। ওঁরা সম্ভবত রক্ষণাত্মক ফুটবল খেলবে। তাই আমাদের শুরু থেকেই ওদের চাপে ফেলতে হবে এবং স্পেন ম্য়াচের মতো মরিয়া হয়ে ঝাঁপাতে হবে। তালিকা অনুযায়ী কোস্তা রিকারও কিন্তু পরের রাউন্ডে পৌঁছনোর সুযোগ রয়েছে। জাপানের বিরুদ্ধে ওরা রক্ষণাত্মক ফুটবল খেলেছিল এবং আমাদের বিরুদ্ধেও আমার মনে হয় ওরা রক্ষণাত্মক ফুটবলই খেলবে। আমাদের ওদের রক্ষণ ভাঙার পথ খুঁজে বের করতে হবে।' বলেন ফ্লিক।
আরও পড়ুন: পেনাল্টি রুখে দিলেও মেসির কাছে বাজি হারলেন পোল্যান্ডের গোলকিপার