FIFA WC 2022: ফাইনালের আগে আর্জেন্তাইন সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরলেন মেসি
Lionel Messi Injury: সেমিফাইনাল ম্যাচ চলাকালীনই মেসিকে নিজের বাঁ-পায়ের পেশিতে বারবার হাত দিতে দেখা গিয়েছে। তাঁর পেশিতে হালকা চোট রয়েছে বলে মনে করা হচ্ছিল।
দোহা: রবিবার ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল (FIFA WC 2022 Final) খেলবে আর্জেন্তিনা ফুটবল দল (Argentina Football Team)। এই ম্যাচটিই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে বলে আগেই জানিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর দিকে স্বাভাবিকভাবেই ফাইনালে সকলের নজর থাকবে। তবে বৃহস্পতিবার মেসি অনুশীলন না করায় সমর্থকদের চিন্তা বেড়েছিল। অবশেষে স্বস্তি। শুক্রবার অনুশীলনে অংশ নিলেন লিওনেল মেসি।
মেসির অনুশীলন
আর্জেন্তাইন ফুটবল দলের তরফে সোশ্যাল মিডিয়ায় শুক্রবার দলের অনুশীলনের ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে জুলিয়ান আলভারেজ, অ্যাঙ্খেল দি মারিয়ার পাশাপাশি লিওনেল মেসিকেও পুরোদমে অনুশীলন করতে দেখা গিয়েছে। মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীনই মেসিকে নিজের বাঁ-পায়ের পেশিতে বারবার হাত দিতে দেখা গিয়েছে। তাঁর পেশিতে হালকা চোট রয়েছে বলে মনে করা হচ্ছিল। প্রসঙ্গত, মেসির খেলার ওপর এই চোট অন্তত ক্রোয়েশিয়া ম্যাচে কোনওরকম প্রভাব ফেলেনি। তবে আশঙ্কা ছিলই। এবার আশঙ্কা কাটল।
View this post on Instagram
বেঞ্জেমার প্রত্যাবর্তন
বিশ্বকাপে একটি ম্যাচও খেলতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে একাদশে ঢুকে পড়তে পারেন করিম বেঞ্জেমা। স্কোয়াডের অন্তর্ভূক্তই রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এমনকী মাদ্রিদে অনুশীলনও করেছেন তিনি। ব্যালন ডি অর জয়ের পরই বেঞ্জেমা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। যদিও তাঁর পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি ফরাসি শিবির। ২৫ সদস্যের স্কোয়াড নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালেও পৌঁছে যায় তারা।
বেঞ্জেমা কি একাদশে খেলবেন? সেই ইস্যুতে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেন, ''আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। পরের প্রশ্ন করুন।'' উল্লেখ্য, রাশিয়ায় ফ্রান্স বিশ্বকাপ জিতলেও সেই দলের সদস্য ছিলেন না বেঞ্জেমা। দেশঁর সঙ্গে মনোমালিন্য ছিল তাঁর। যদিও কাতার আসার আগে তা মিটিয়ে নিয়েছিলেন বলে জানা গিয়েছিল। এমনকী দুর্দান্ত ফর্মেও ছিলেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। কিন্তু কাতারে বাধা হয়ে দাঁড়ায় চোট। কিন্তু ফাইনালের আগে তিনি সুস্থ। তবে কি মাঠে রবিবার দেখতে পাওয়া যাবে করিম বেঞ্জেমাকে? উত্তর পাওয়া যাবে সময় মতই।
আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি স্পেন মিডফিল্ডার বুস্কেতস