Netherlands vs USA: প্রি-কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারবেন যুক্তরাষ্ট্র তারকা পুলিসিচ?
Christian Pulisic Injury: ইরানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেছিলেন পুলিসিচ। সেই গোল করতে গিয়েই তিনি চোট পান।

দোহা: আজই নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA WC 2022) প্রি-কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে যুক্তরাষ্ট্র (Netherlands vs USA)। সেই ম্যাচের আগে যুক্তরাষ্ট্র সমর্থকদের চিন্তা একজনকে নিয়েই। তিনি ক্রিশ্চিয়ান পুলিসিচ (Christian Pulisic)। ইরানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন পুলিসিচ। সেই গোল করতে গিয়েই তিনি চোট পান। এই চোটের জেরেই তাঁর প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে পুলিসিচেক মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
পুলিসিচের চোট আপডেট
প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের অংশগ্রহণের বিষয়ে কথা বলতে গিয়ে পুলিসিচ জানিয়েছিলেন, 'শনিবার যাতে মাঠে নামা যায় তার জন্য আমার সাধ্যের মধ্যে যতটুকু যা রয়েছে, আমি সেই সবটা করব।' যুক্তরাষ্ট্র কোচ গ্রেগ বেরহল্টার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে বলেন, 'আজ অনুশীলনে ওঁর চোটর পর্যবেক্ষণ করা হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওঁ চোট সারিয়ে উঠেছে। তবে আজ অনুশীলনের পরেই এই বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে।' কোচের কথা মতোই অনুশীলন শেষে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের তরফে পুলিসিচের ফিটনেস আপডেট দেওয়া হয়। ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয় পুলিসিচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য ফিট।
ডাচ শিবিরে উদ্বেগ
তবে এই ম্যাচের আগেই বেশ বিপাকে পড়েছেন ডাচরা। নেদারল্যান্ডস দলের সিংহভাগ খেলোয়াড়দের মধ্যে জ্বরের উপসর্গ দেখা দিয়েছে। এর জেরে ম্যাচের আগের দিন ভালভাবে অনুশীলনও সারতে পারল না ডাচ দল।
ম্যাচের আগের দিন ডাচ কোচ লুই ফান হাল (Louis Van Gaal) বলেন, 'আমি ওদের একদিনের বিশ্রাম দিয়েছিলাম। আমাদের দলের খেলোয়াড়রা কোনও সুবিধা-অসুবিধা হলে আমায় এসে বলে এবং আমি ওদের কথা শুনে সেই মতোই সব সিদ্ধান্ত নিই।' সাধারণত ম্যাচের আগের দিন অনুশীলনে ১১ বনাম ১১ জন খেলোয়াড়ের অনুশীলন ম্যাচ হয়। তবে এর পরিবর্তে শুক্রবার ম্যাচের আগেরদিন ডাচ দলের ২৬জন খেলোয়াড়রই হালকা অনুশীলন করে। অবশ্য খেলোয়াড়দের উপসর্গের বিষয়ে এবং কোন কোন খেলোয়াড় জ্বরে আক্রান্ত হয়েছেন, সেই বিষয়ে কিছু জানাতে চাননি ফান হাল। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। তবে জ্বর বাড়লে সেটা চিন্তার বিষয়।'
জ্বরের উপসর্গ দেখা গেলেও, ম্যাচে দল নামতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করছেন ফান হাল। প্রসঙ্গত, ফান হালের আগে ব্রাজিল দলের তরফেও এইরকম অভিযোগ করা হয়েছিল। অনেক ব্রাজিলিয়ান তারকার মধ্যেই সুইৎজারল্যান্ড ম্যাচের পর এমন জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড অ্যান্টনি মাঠের বাতানকুল যন্ত্রকে দলের অসুস্থতার কারণ হিসাবে দায়ী করেছিলেন। নেমারসহ বহু ব্রাজিলিয়ান তারকাই স্যুইৎজারল্যান্ড ম্যাচের পর অসুস্থ বোধ করেন।
আরও পড়ুন: ক্যামেরুনের বিরুদ্ধে হাঁটুতে চোট, জেসুসের বিশ্বকাপ সফর কি শেষ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
