এক্সপ্লোর
নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের বিরতির সময় সতীর্থদের কী বলেছিলেন মেসি? জানালেন রোখো

ছবি সৌজন্যে ট্যুইটার
মস্কো: চলতি বিশ্বকাপে দুর্দান্ত কামব্যাক করেছেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি। গতকাল নাইজেরিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ গোল করেছেন তিনি। আইসল্যান্ডের বিরুদ্দে পেনাল্টি মিস এবং ক্রোয়েসিয়ার বিরুদ্ধে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল মেসিকে। নাইজেরিয়ার বিরুদ্ধে জিততে না পারলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হত। কিন্তু আসল সময়ে জ্বলে ওঠেন আর্জেন্তিনার অধিনায়ক। ২-১ গোলে জিতে নক-আউটে জায়গা পাকা করেছে আর্জেন্তিনা। জয়সূচক গোল করেছেন মার্কোস রোখো। দলকে জেতানোর পর তিনি মেসিকে বিশ্বের সেরা অধিনায়ক আখ্যা দিয়েছেন।
Messi leading the team talk at Half-time in the tunnel during yesterday's game. #NGAARG #ARG Messi the Leader, Captain. The other side of Messi. #WorldCup pic.twitter.com/obmTkteGcL
— Sarath (@sarathjeeva) June 27, 2018
গতকাল রাতে এই ম্যাচের বিরতির সময় টানেলে সতীর্থদের উদ্দেশে বক্তব্য পেশ করেন মেসি। ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। এ বিষয়ে রোখো বলেছেন, ‘আমরা স্নায়ুর চাপে ভুগছিলাম। সেই সময় মেসি এসে সবাইকে বলে, শান্ত হও। চাপ নিও না। ওর এই বার্তা আমাদের সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠি।’ খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















