FIFA World Cup 2022 Qatar: মরক্কোর কাছে হেরে স্বপ্নভঙ্গ, ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন স্পেনের কোচ এনরিকে
Spain Football Team: শেষ ষোলোর ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে। মরক্কোর কাছে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্পেন। আর সেই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সরে দাঁড়ালেন স্পেনের কোচ লুইস এনরিকে।
দোহা: গ্রুপ পর্বের ম্যাচে কোস্তা রিকাকে ৭ গোলের মালা পরিয়ে বিশ্বকাপে (Fifa World Cup 2022) অভিযান শুরু করেছিল স্পেন। যে দলকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল। গাভি-আলভারো মোরাতাদের তিকাতাকা ফুটবলে যেন স্পেনের (Spain Football Team) বিশ্বজয়ী ২০১০ দলের ছায়া দেখতে পাচ্ছিলেন অনেকে।
কিন্তু শেষ ষোলোর ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে স্প্যানিশ আর্মাডার। মরক্কোর কাছে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্পেন। আর সেই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সরে দাঁড়ালেন স্পেনের কোচ লুইস এনরিকে।
কোস্তা রিকার বিরুদ্ধে দুরন্ত ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করেছিল স্পেন। গ্রুপের দ্বিতীয় ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করেন সের্জিও বুস্কেতস। শেষ ম্যাচে জাপানের কাছেও হারতে হয়েছিল স্পেনকে। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় পৌঁছনোর পর প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। সেই ব্যর্থতার পরই সরে দাঁড়ালেন এনরিকে।
দি পলকে নিয়ে সংশয়
নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ফের উদ্বেগ আর্জেন্তিনা শিবিরে (Argentina vs Netherlands)। অ্যাঙ্খেল দি মারিয়ার পর এবার দলের মাঝমাঠের অন্যতম প্রধান অস্ত্র রদ্রিগো দি পলের চোট নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। দি পল ডাচদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশ্বস্ত করছেন দি পল নিজে। তিনি লিখেছেন, 'অল ইজ ওয়েল'। সব কিছু ঠিক রয়েছে। তব লা আলবিসেলেস্তে সমর্থকেরা পুরোপুরি নিশ্চিত হতে পারছেন কি?
উরুর পেশিতে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি দি মারিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় সময় মাঝরাতের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও প্র্যাক্টিসে নেমে পড়েছেন দি মারিয়া। তাঁর খেলার ব্যাপারে আশাবাদী আর্জেন্তিনবা শিবির। এরই মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দি পলকে নিয়ে।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে মাঝমাঠের তারকার। যে কারণে মূল দলের সঙ্গে প্র্যাক্টিস করতে দেখা যায়নি তাঁকে। যদিও আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনে দাবি করা হয়েছে, সাবধানতা অবলম্বন করতেই প্র্যাক্টিস করানো হয়নি দি পলকে। যাতে চোট নতুন করে না বাড়ে। তাঁর খেলা নিয়ে এখনও সংশয় নেই। যদি না পরিস্থিতির নতুন করে অবনতি হয়।
আরও পড়ুন: কেক-চকোলেটেও কমলার ছোঁয়া, নেদারল্যান্ডসে ফুটবল উন্মাদনায় মুগ্ধ বঙ্গকন্যা