FIFA World Cup: ইউরোপের দেশগুলির বিরুদ্ধে অগ্নিপরীক্ষা মেসিদের, সতর্ক করছেন মারাদোনার সতীর্থ
Claudio Caniggia: ১৯৯০ বিশ্বকাপে মারাদোনার বাড়ানো বিষাক্ত থ্রু পাস ধরে ব্রাজিলের বিরুদ্ধে গোল করে সাম্বার দেশের স্বপ্নভঙ্গ ঘটিয়েছিলেন ক্যানিজিয়া। এবারের বিশ্বকাপে আর্জেন্তিনাকে নিয়ে আশাবাদী তিনি।
বুয়েনস আইরেস: তাঁকে বলা হতো 'সন অফ দ্য উইন্ড'। বাতাসের সন্তান। মাঠে এত দ্রুত ওঠানামা করতে পারতেন। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে যেতেন বক্সের মধ্যে।
আর্জেন্তিনার (Argentina Football Team) প্রাক্তন তারকা ক্লদিও ক্যানিজিয়া (Claudio Caniggia) বরাবরের বিপ্লবীও। যাঁকে ফুটবল বিশ্ব চেনে লম্বা সোনালি চুলের এক তারকা হিসাবে। আর সেই চুলই নাকি কেটে ফেলতে বললেন কোচ দানিয়েল পাসারেল্লা! যিনি কড়া হেডমাস্টার বলে বিখ্যাত। ক্যানিজিয়াও জেদি ছাত্র। চুল কাটবেন না বলে জানিয়ে দিলেন। অতএব, তাঁকে ছাড়াই ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে পাড়ি দিয়েছিল আর্জেন্তিনা।
দরজায় কড়া নাড়ছে আর এক বিশ্বকাপ। যে বিশ্বকাপ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তাই সকলের নজর রয়েছে লা আলবিসেলেস্তেদের দিকে। ক্যানিজিয়াও ব্যতিক্রমী নন। ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'এই আর্জেন্তিনা দল নিয়ে আমার একটা সুখের অনুভূতি রয়েছে। আমরা ট্রফি জয়ের অন্যতম দাবিদার।'
১৯৯০ বিশ্বকাপে মারাদোনার বাড়ানো বিষাক্ত থ্রু পাস ধরে ব্রাজিলের বিরুদ্ধে গোল করে সাম্বার দেশের স্বপ্নভঙ্গ ঘটিয়েছিলেন ক্যানিজিয়া। এবারের বিশ্বকাপে আর্জেন্তিনাকে নিয়ে আশাবাদী তিনি। বলছেন, 'ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্তিনা, স্পেন ও জার্মানি, এই দলগুলি খেতাবের জন্য লড়াই করবে। তবে কিছু দল রয়েছে যারা বড় দলগুলিকে সমস্যায় ফেলবে। নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কের কথা মনে হচ্ছে।'
View this post on Instagram
ক্যানিজিয়া যোগ করেছেন, 'আর্জেন্তিনা দলটাকে ভালই লাগছে। আমি অবশ্যই সেটা স্বীকার করব। তবে গত কয়েক বছরে আমরা ইউরোপের দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাইনি। সেটা একটা সমস্যা। ইউরোপের দলগুলি দক্ষিণ আমেরিকার দলগুলির চেয়ে আলাদা আর আমাদের অবশ্যই উচিত ছিল ওদের বিরুদ্ধে খেলা।'
আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে