FIH Pro League: টানা তিন জয়, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৬-৩ উড়িয়ে দিল ভারতীয় হকি দল
Indian Hockey Team: প্রো-লিগের আগের ম্যাচ দুইটিতে জার্মানিকে ৩-২ ও অস্ট্রেলিয়াকে ৫-৪ গোলে হারিয়েছিল ভারতীয় হকি দল।
রাউরকেল্লা: হকি প্রো-লিগে (FIH Pro League) ভারতের জয়ের ধারা অব্য়াহত। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে নাগাড়ে তৃতীয় জয় পেল ভারতীয় হকি দল। জার্মানিকে ৬-৩ স্কোরলাইনে হারাল ভারতীয় দল। ভারতের হয়ে যুগরাজ সিংহ ও হরমনপ্রীত সিংহ একটি করে গোল করেন এবং সেলভান কার্থি ও অভিষেক দুইটি করে গোল দেন।
আগের ম্যাচ দুইটিতে জার্মানিকে ৩-২ ও অস্ট্রেলিয়াকে ৫-৪ গোলে হারিয়েছিলেন হরমনপ্রীতরা। এই দুই জয়ের সুবাদে ভারতীয় দল বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে আসে। সোমবার জার্মানির বিরুদ্ধে আক্রমণাত্মক হকি খেলে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় দল। তবে ম্যাচের শুরুটা কিন্তু জার্মানিই বেশি ভালভাবে করে। মাত্র তিন মিনিটেই বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচে এগিয়ে যান। টম গ্রামবুশ পেনাল্টি কর্নার থেকে জার্মানদের এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারে আর কোনও গোল হয়নি।
পিছিয়ে পড়েও কামব্যাক
গোল খেয়ে পিছিয়ে পড়লেও ভারতীয় দল কিন্তু ভেঙে পড়েনি, বরং দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথাতেই যুগরাজ ভারতের হয়ে ম্যাচে সমতা ফেরান। ঠিক পরের মিনিটেই হরমনপ্রীতের পাস থেকে দারুণভাবে বল নিজের দখলে এনে ভারতকে লিড এনে দেন অভিষেক। গঞ্জালো পেইলাত জার্মানিকে ম্যাচে ফেরান। কিন্তু জার্মানি সমতা ফেরানোর পরের মিনিটেইও সেলভান ফের ভারতকে ম্যাচে এগিয়ে দেন। হরমনপ্রীতের পেনাল্টি কর্নার থেকে ভারতের পক্ষে স্কোর ৪-২ হয়।
আক্রমণাত্মক হকি
তৃতীয় কোয়ার্টারে জার্মানরা ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৩১ মিনিটের মাথায় মালতে গোল করে জার্মানির হয়ে ব্যবধান কমান। এই কোয়ার্টার জার্মানির আক্রমণে ঝাঁঝ দারুণভাবে সামলায় ভারতীয় রক্ষণ। গোলরক্ষক পবন বেশ কয়েকটি ভাল সেভ করেন। তবে চতুর্থ কোয়ার্টের ফের একবার ভারতীয় দল আক্রমণ শুরু করে। দলের দূরপাল্লার পাসিং গেম জার্মান রক্ষণকে ঘোল খাওয়ায়। কীর্তি ও হরমনপ্রীত এই কোয়ার্টেরই নিজেদের দ্বিতীয় গোল করে ভারতকে ৬-৩ জিততে সাহায্য করেন।
শ্রেয়সের খেলা নিয়ে জল্পনা
আইপিএল (IPL) শুরু হতে আর পনেরো দিন বাকি। আর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে। পিঠের চোটের জন্য যিনি আমদাবাদে অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে পঞ্চম টেস্টে ব্যাট করতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে শ্রেয়সকে নিয়ে।
শ্রেয়স আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কিন্তু তিনি খেলতে না পারলে? বিকল্প চিন্তাভাবনা শুরু করতে হবে শাহরুখ খান-জুহি চাওলার দলকে। কারা হতে পারেন শ্রেয়সের বিকল্প? কেউ কেউ বলছেন শাকিব আল হাসানের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শাকিবের। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের তারকা অলরাউন্ডার আগেও বহু বছর খেলেছেন কেকেআরে। তাই দলের খোলনলচে তাঁর নখদর্পণে। শুধু বিদেশি কারও হাতে দলের নেতৃত্বভার নাইট ম্যানেজমেন্ট দিতে চায় কি না, সেটা নিয়ে নিশ্চিত হতে পারছেন না অনেকে।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের প্রস্তুতি সারতে আগেভাগেই ইংল্যান্ডে যাবেন ভারতীয় তারকারা?