AIFF: ভারতীয় ফুটবলের উন্নয়নে বড় পদক্ষেপ, নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা এআইএফএফের
Indian Football: সর্বভারতীয় ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা আলোচনা করে জানিয়েছেন যে, জাতীয় স্তরে অনূর্ধ্ব ২০ বয়সী ফুটবলারদের জন্য একটি নতুন চ্যাম্পিয়নশিপ শুরু করা হবে।
নয়াদিল্লি: ভারতীয় ফুটবলের (Indian Football) তৃণমূল স্তরে উন্নয়নে জোর দিতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। নতুন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার পথে হাঁটছে তারা।
সর্বভারতীয় ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা আলোচনা করে জানিয়েছেন যে, জাতীয় স্তরে অনূর্ধ্ব ২০ বয়সী ফুটবলারদের জন্য একটি নতুন চ্যাম্পিয়নশিপ শুরু করা হবে। প্রত্যেক বছর আয়োজিত হবে এই টুর্নামেন্ট। অনেকটা জাতীয় লিগের ধাঁচে। যেখানে অংশ নেবেন শুধুমাত্র অনূর্ধ্ব ২০ ফুটবলাররা।
আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে আয়োজিত হবে অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম মরশুম। ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মানো ফুটবলাররা অংশ নিতে পারবেন। তবে কারও জন্ম ২০০৭ সালের ৩১ ডিসেম্বরের পরে হলে হবে না। অর্থাৎ, প্রতিযোগিতায় ফুটবলারদের বয়সে সামঞ্জস্য রাখতে চাইছে এআইএফএফ।
সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, 'আমাদের টেকনিক্যাল টিম ও কম্পিটিশন কমিটির সঙ্গে অনেক আলোচনার পর এই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে অনূর্ধ্ব ২১ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতো। তবে পরে তা বন্ধ হয়ে যায়। আমাদের লক্ষ্য অনূর্ধ্ব ২০ বিভাগে আরও বেশি ফুটবলারকে খেলার সুযোগ করে দেওয়া। যারা জাতীয় লিগ বা সন্তোষ ট্রফির জন্য সংশ্লিষ্ট রাজ্য দলে জায়গা পায়নি।'
এআইএফএফ-এর সচিব শাজি প্রভাকরণ বলেছেন, 'দুর্ভাগ্যবশত করোনাকালে যে সমস্ত ফুটবলার প্রতিযোগিতামূলক ফুটবল বেশি খেলতে পারেনি, তাদের জন্যই এই নতুন প্রতিযোগিতা। এতে সব রাজ্য অনূর্ধ্ব ২০ ফুটবলার তুলে আনার উৎসাহ পাবে। বয়সভিত্তিক দলের সঙ্গে সিনিয়র দলের তারতম্যও কমবে।'
ফিফা ক্রমতালিকায় আরও এগোল ভারতীয় ফুটবল দল। ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়ন হয়েছে এই বছর সুনীল ছেত্রীর দল। এবার তারই পুরস্কার পেল ভারতীয় ফুটবল দল। ফিফা ব়্যাঙ্কিংয়ে প্রথম একশোর ভেতরে ঢুকে পড়ল তারা। এই মুহূর্তে ভারতের স্থান ৯৯ নম্বরে।
ভারতের সেরা র্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালে ৯৪। অর্থাৎ আর মাত্র ৫ ধাপ এগােলেই তা ছুঁয়ে ফেলবে সুনীল ছেত্রীর দল। ১৯৯৩ সালে ৯৯ নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল। ২০১৭ ও ২০১৮ সালে ৯৬ নম্বরে পৌঁছেছিল তাঁরা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ক্রমতালিকায় শীর্ষে রয়েছে। এছাড়া ফ্রান্স, ব্রাজিল, ইংল্য়ান্ড ও বেলজিয়াম রয়েছে এর পরের চারটি স্থানে।
আরও পড়ুন: শাহরুখের গলায় প্রকাশ পেল বিশ্বকাপের প্রোমো, উচ্ছ্বসিত নেটিজেনরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন