AFC Asian Cup: সিরিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্টের জন্য সর্বস্ব নিংড়ে দেব, শপথ সুরেশের, শেষ ষোলোয় ওঠা সম্ভব?
India vs Syria: এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) পরপর দুই ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। তবু শেষ ষোলোয় ওঠার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি ভারতের।
দোহা: এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) পরপর দুই ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। তবু শেষ ষোলোয় ওঠার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি ভারতের। চারটি তৃতীয় সেরা দল নক আউটে যাবে। এবং সেই নিয়মে শেষ ষোলোয় উঠতে বদ্ধপরিকর ভারতীয় ফুটবল দল। যদিও তার জন্য আর একটি অগ্নিপরীক্ষা অপেক্ষা করে রয়েছে ইগর স্তিমাচের ছেলেদের সামনে। ব্লু টাইগার্সের সামনে এবার সিরিয়ার চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে হারের পর কি ঘুরে দাঁড়াতে পারবে ভারতীয় দল?
সুরেশ ওয়াঙ্গজাম (Suresh Wangjam) ইতিবাচক থাকছেন। ভারতীয় ফুটবলার প্রথম দুই ম্যাচে গোটা মাঠ জুড়ে খেলে নজর কেড়ে নিয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'অসাধারণ অভিজ্ঞতা। আমার কেরিয়ারের সেরা মুহূর্ত। সেরা প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলার এই মুহূর্তের অপেক্ষা করতাম। সেই সুযোগ পেয়েছি। অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে দুরন্ত গতিতে খেলা হয়েছে। এখানে প্র্যাক্টিসের মাঠও আমাদের দেশের চেয়ে আলাদা। আমি অনেক কিছু শিখতে পারলাম।'
দুই ম্যাচে দুই সম্পূর্ণ ভিন্ন ধারার প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে ভারত। অস্ট্রেলিয়া বলের দখল রেখে খেলতে পছন্দ করে। অন্যদিকে উজবেকিস্তান অনেক বেশি ডাইরেক্ট ফুটবল খেলে। সুরেশ বলছেন, 'দুটি ম্যাচ ভীষণ আলাদা। শুধু মিল হল, দুই দলই ভীষণ গতিতে খেলে। বল পায়ে বেশিক্ষণ সময়ই পাওয়া যায় না। বল পাওয়ামাত্রই পরের পদক্ষেপ ভেবে ফেলতে হয়।'
সিরিয়াকে হারানো সম্ভব, বিশ্বাস করছেন ভারতীয় ফুটবলাররা। সুরেশ বলেছেন, 'সিরিয়াকে হারানোটা খুব প্রয়োজনীয়। আমরা বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামব। তিন পয়েন্টই আমাদের পাখির চোখ আর সেটা অর্জন করতে নিজেদের নিংড়ে দেব।'
আগামী মঙ্গলবার বিকেলে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ বিশ্বের ৯১ নম্বর সিরিয়ার বিরুদ্ধে। গোলশূন্য ড্র দিয়ে শুরু করে সিরিয়া অস্ট্রেলিয়ার কাছে ০-১-এ হেরে আপাতত এক পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে। তাদের দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরিয়ে জয় পাওয়া ভারতের পক্ষে সোজা হবে না। তবে এই ম্যাচ জিতে সম্মান বাঁচানোর লড়াইয়ে নামবে ভারত।
আরও পড়ুন: আম্পায়ারদের ভুলে ভোগান্তি বাংলার, সোমবার ইডেনে থ্রিলারের প্রার্থনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে