BRA vs CRC: কোস্তা রিকার বিরুদ্ধে কোপা অভিযান শুর করবে ব্রাজিল, সেলেসাওদের হয়ে মাঠে নামবেন নেমার?
Brazil Football Team: গত বারের কোপায় রানার্স আপ হয়েছিল ব্রাজিল।
ক্যালিফোর্নিয়া: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কোস্তা রিকার বিরুদ্ধে (BRA vs CRC) ম্যাচ দিয়ে নিজেদের কোপা আমেরিকার (Copa America 2024) অভিযান শুরু করতে চলেছে ব্রাজিল। গত বারের কোপার ফাইনালিস্ট সেলেসাওরা এইবার একধাপ এগনোর প্রচেষ্টায় মাঠে নামবে। দলের তারকা ১০ নম্বর জার্সিধারী নেমারকে (Neymar Jr) মাঠে নামবেন?
উত্তর না। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা একাধিক টুর্নামেন্টে দলের মূল আকর্ষণ হয়ে উঠেছেন। দলের চাপের সময় বিশেষ কিছুর আশায় তাঁর দিকেই তাকিয়ে থাকেন ব্রাজিল অনুরাগীরা। তবে আল হিলাল তারকা হাঁটুর চোটে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। তাঁকে ব্রাজিলের অনুশীলনে দেখা গেলেও, এ বারের কোপায় তাঁকে খেলতে দেখা যাবে না যে, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন সেলেসাও কোচ। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই চোটে ভুগছেন নেমার।
হাতে গোনা কয়েকবার তাঁকে আল হিলালের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছে। পরিস্থিতি যা তাতে তিনি কোপা চলাকালীন কোনওভাবেই মাঠে ফিরতে পারবেন না। তবে ব্রাজিল মাঠে নামার আগে দেশের সতীর্থদের সঙ্গে দেখা করে তাঁদের শুভেচ্ছা জানাতে সাজঘরেও উপস্থিত হয়েছিলেন নেমার। ব্রাজিলের তরফে সেই ভিডিও শেয়ারও করা হয় সোশ্যাল মিডিয়ায়।
VISITA ESPECIAL 🇧🇷🥹
— CBF Futebol (@CBF_Futebol) June 24, 2024
O jogador @neymarjr visitou a Seleção Brasileira antes da estreia nesta segunda-feira na Copa America.
"Foi muito bom rever todos os meus companheiros. Desejo toda a sorte do mundo a todos. Fui muito bem recebido, como sempre. Voltar a sentir esse clima na… pic.twitter.com/903iwlyUZQ
নেমার ছাড়া ব্রাজিল কি পারবে কোপা আমেরিকার ট্রফি নিজেদের ঘরে তুলতে? সেলেসাওদের সাম্প্রতিক ফর্ম কিন্তু খুব একটা ভাল নয়। নিজেদের শেষ পাঁচ ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জিতেছে ব্রাজিল। তবে এনড্রিক, ভিনিসিয়াস জুনিয়াররা সেই রেকর্ডকে পিছনে ফেলে নিজের ফুটবলের মাধ্যমে কোপার মঞ্চ মাতাতে নিশ্চয়ই মরিয়া হয়ে মাঠে নামবেন। কোস্তা রিকার বিরুদ্ধে ব্রাজিলের লড়াইটা অন্তত খাতায় কলমে খুব একটা কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। ব্রাজিলকে হারিয়ে কি অঘটন ঘটাতে পারবে কোস্তা রিকা? এবার সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা... স্তিমাচের বিস্ফোরক অভিযোগগুলির জবাব দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন