Ronaldo on Messi: লিওনেল মেসির বিশ্বজয়কে 'স্বাভাবিক' দাবি করে খোঁচা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাবি পর্তুগালের মতো দেশ বিশ্বকাপ জিতলে সেটা গোটা বিশ্বের জন্য বড় চমক হবে।

নয়াদিল্লি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi), ২১ শতক তো বটেই, সম্ভবত সর্বকালের সেরা দুই ফুটবলার। তবে এই দুইয়ের মধ্যে সেরার সেরা কে, সেই নিয়ে প্রায়শই জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্ক চলে। দুইজনেই দীর্ঘ সময় ধরে বিশ্ব ফুটবলে রীতমতো শাসন করেছেন। তবে অনেকেই মনে করেন ২০২২ সালে বিশ্বজয়ের পর 'G.O.A.T'-তর্কে রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন মেসি। এবার চিরপ্রতিদ্বন্দ্বীর সেই বিশ্বজয় নিয়েই মুখ খুললেন রোনাল্ডো।
রোনাল্ডোর মতে আর্জেন্তিনা ফুটবল দলের যা ইতিহাস, তাতে বিশ্বকাপ জেতাটা মেসি তথা আলবিসেলেস্তের জন্য খুবই স্বাভাবিক বিষয়। এক পডকাস্টে রোনাল্ডো দাবি করেন, 'মেসির আগে আর্জেন্তিনা কতগুলি বিশ্বকাপ জিতেছে? আমি সঠিক জানি না, দুইবার? এটা স্বাভাবিকই। এই দেশগুলি তো বড় বড় টুর্নামেন্ট জিততে অভ্যস্ত। এখন যদি ব্রাজিল বিশ্বকাপ জেতে তাহলে কি ওরা গোটা বিশ্বকে চমকে দেবে? না।'
এরপরেই রোনাল্ডো লাতিন আমেরিকান জায়ান্টদের সঙ্গে নিজের দেশ পর্তুগালের তুলনা টেনে দাবি করেন পর্তুগালের বিশ্বজয়টা সকলকে চমকে দেবে। 'পর্তুগাল যদি বিশ্বকাপ জেতে তাহলে কি সেটা বিশ্বকে চমকে দেবে? হ্যাঁ। তবে আমার মাথায় আমি এগুলিকে এমনভাবে ভাবি না।' দাবি 'সিআর৭'-র।
মেসির চুক্তি বৃদ্ধি
মেজর সকার লিগেই খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন আর্জেন্তাইন সুপারস্টার। ২০২৮ মরশুম পর্যন্ত মেজর সকার লিগেই খেলতে দেখা যাবে মেসিকে। ইন্টার মায়ামির পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে। দীর্ঘ সময় ধরে মেসির পরবর্তী মরশুমে খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। শুক্রবার নাশভিলের বিরুদ্ধে প্লে অফে প্রথম ম্য়াচে খেলতে নামবে ইন্টার মায়ামি। তার মধ্য়েই মেসির দলে থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হল।
২০২৪ মরশুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। প্রায় আড়াই বছর ধরে আমেরিকার ক্লাবেই খেলছেন বিশ্বজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। চলতি বছরেরে শেষের দিকেই মেসির চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ৩৮ বছরের মেসি আট বার এখনও পর্যন্ত ব্য়ালন ডি অর জিতেছেন। মেজর সকার লিগে ইন্টার মায়ামির ভাল পারফরম্যান্সের পেছনে মেসির ভূমিকা খুবই গুরুত্বপূ্ণ ছিল। তিন বছরের চুক্তি সম্পূর্ণ করার পর মেসি বলেছেন, 'ক্লাবে থাকতে পেরে ও ক্লাবের হয়ে খেলতে পেরে আমি ভীষণ গর্বিত। ফ্রিডম পার্কে খেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি বেজায় খুশি।'






















