Cristiano Ronaldo: দল ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? 'সিআর৭'-র ভবিষ্যৎ প্রসঙ্গে বিবৃতি দিল আল নাসর
Al Nassr: মরশুম শেষেই আল নাসরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তি শেষ হচ্ছে।

রিয়াদ: ২০২৪-২৫ ফুটবল মরশুম প্রায় শেষের পথে। এখনও নতুন মরশুম শুরু হতে খানিকটা বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই দলবদল নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ৪০ পেরিয়েও এই দলবদলের জল্পনার কেন্দ্রবিন্দুতে তিনি। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মরশুম শেষেই আল নাসরের (Al Nassr) সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। নতুন মরশুমে কি নতুন দলের জার্সিতে দেখা যাবে 'সিআর৭'-কে? জল্পনা তুঙ্গে।
এরই মাঝে এতদিন পর্যন্ত আল নাসরের তরফে কিছু জানানো না হলেও, এবার ক্লাবের তরফে এক বিবৃতি দেওয়া হল। আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো রোনাল্ডোর চুক্তির বিষয়ে এক বিবৃতিতে জানান, 'আমরা রোনাল্ডোর চুক্তি পুনর্নবীকরণের জন্য কথাবার্তা বলছি। আমরা সত্যিই চাই যে ও যেন এখানে আমাদের সঙ্গে আল নাসরেই থাকে। রোনাল্ডোর এই দলে থাকাটা তো দেশের জন্য একটা বিরাট বড় প্রজেক্ট। ফুটবল ইতিহাসে রোনাল্ডোর গুরুত্ব অপরিশীম। ও সৌদি লিগের উন্নতিতে সাহায্য করেছে। রোনাল্ডোকে কে না দলে নিতে চায়। প্রতিদিনই নিত্য নতুন ক্লাবের নাম শোনা যায়। প্রায় ৩০টি ক্লাব ওকে দলে নিতে আগ্রহী। তবে আশা করছি ও যেন আমাদের দলেই থাকে।'
দিনকয়েক আগেই রোনাল্ডো কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আল ফাতের বিরুদ্ধে আল নাসরের হয়ে লিগ মরশুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে তিনি গোল করলেও, দল পরাজিত হয়। সেই ম্যাচ শেষেই নিজের সোশ্য়াল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'এই অধ্যায়টা শেষ। তবে গল্পটা এখনও লেখা হচ্ছে। সকলের কাছে কৃতজ্ঞ।'
এই পোস্টের পরেই রোনাল্ডোর আল নাসর ছাড়ার জল্পনা আরও বাড়ে। রোনাল্ডোর সময়কালে সৌদি আরবের এই ক্লাব কোনও ট্রফি জিততে পারেনি। এরপরেই রোনাল্ডোর এই পোস্টে তাঁর দল ছাড়ার জল্পনা বাড়ে। ক্লাব বিশ্বকাপ খেলতে হলেও রোনাল্ডোকে দল বদল করতেই হবে। আল হিলালের হয়ে রোনাল্ডো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন বলে শোনা যাচ্ছিল। তাঁকে দলে নিতে আল হিলাল বেশ আগ্রহী বলেও বহুদিন ধরেই খবর শোনা যায়। তবে বর্তমানে একাধিক রিপোর্ট অনুযায়ী রোনাল্ডো আল হিলালে যোগ দেওয়ার প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন। এর পরেই হিয়েরোর এই মন্তব্যে কিন্তু জল্পনা বাড়ছেই। রোনাল্ডো কি আল নাসরেই থাকবেন, না অন্য কোনও দলে যোগ দেবেন? সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় গোটা ফুটবলবিশ্ব।






















