(Source: ECI/ABP News/ABP Majha)
Cristiano Ronaldo Message: ঘানার বিরুদ্ধে গোলে ইতিহাস গড়ে সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন রোনাল্ডো?
Portugal vs Ghana: গোলশূন্য় প্রথমার্ধের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই ৬৫ মিনিটে গোল করে পর্তুগালকে ম্যাচে এগিয়ে দেন।
দোহা: তাঁর ভবিষ্যত নিয়ে জল্পনার অন্ত নেই। সদ্যই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর চুক্তি বাতিল করার পর আপাতত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ক্লাবহীন। তবে জাতীয় দলের হয়ে মাঠে নেমে রোনাল্ডো বুঝিয়ে দিলেন তাঁর মধ্যে এখনও শীর্ষস্তরে খেলা চালিয়ে যাওয়ার ক্ষমতায় কোনও ঘাটতি পড়েনি। ঘানার বিরুদ্ধে (Portugal vs Ghana) চলতি বিশ্বকাপে (FIFA WC 2022) নিজের দলের প্রথম ম্য়াচে গোল পান রোনাল্ডো। এই গোলের সঙ্গে সঙ্গেই তিনি ইতিহাসও গড়ে ফেলেন।
রোনাল্ডোর বার্তা
প্রথম ফুটবলার হিসাবে পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন 'সিআর৭'। কবে প্রথম ম্যাচ জিতে আবেগে ভেসে যেতে নারাজ পর্তুগাল অধিনায়ক। দলের সতীর্থদের উদ্দেশে তাই তিনি এক বিশেষ বার্তাও দেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘানাকে হারানোর পর রোনাল্ডো লেখেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এখনও আমরা বলার মতো তেমন কিছুই লাভ করিনি। এটা তো সবে শুরু। আমাদের নিজেদের লক্ষ্যে অটুট। গো পর্তুগাল।'
View this post on Instagram
এই প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল পর্তুগাল। পাশাপাশি আরও একটি নজির গড়ল পর্তুগাল। এই নিয়ে বিশ্বকাপে আফ্রিকার দেশগুলির বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রইল পর্তুগাল। পাশাপাশি ঘানা বিশ্বকাপে নিজেদের শেষ পাঁচ ম্য়াচে জয়ের মুখ দেখল না। তার মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে চারবারের মধ্যে তিনবারই হেরে গেল ঘানা।
পর্তুগালের জয়
পেনাল্টি থেকে গোল করে সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্তিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। যদিও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্তিনার মহানায়ককে। শ্রেষ্ঠত্বের বিচারে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিলেন। কিন্তু তার পরেও যখন ঘানা সেই গোল শোধ করে দিল, অনেকে প্রমাদ গুনেছিলেন। মেসির মতোই কি মাথা হেঁট করে মাঠ ছাড়তে হবে রোনাল্ডোকে? কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। হাড্ডাহাড্ডি ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল পর্তুগাল।
আরও পড়ুন: ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, চোটের জেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার