Cristiano Ronaldo : ট্রেনিং মিস, নেই নাইজেরিয়া ম্যাচেও, আচমকা অসুস্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Portugal Football Team : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর বর্তমানে তাঁকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে রোনাল্ডো যে খুশি নন, সেটা কিছুদিন আগে এক বিস্ফোরক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন।
লিসবন : হঠাৎই মিস ট্রেনিং। বাদ পড়লেন নাইজেরিয়া ম্যাচেও (Portugal- Nigeria Friendly Match)। কাতার বিশ্বকাপে নামার আগে শেষ ফ্রেন্ডলি ম্যাচের দলে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জানা যাচ্ছে, আচমকা অসুস্থ হয়ে পড়েছেন সিআরসেভেন। পোর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos) জানিয়েছেন, আচমকা পেটের সমস্যায় কাবু রোনাল্ডো।
তাই বুধবার জাতীয় দলের ট্রেনিং ও ভারতীয় সময় বৃহস্পতিবার রাতের নাইজেরিয়ারর বিরুদ্ধে প্রীতি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। পোর্তুগালের কোচের কথায়, পেটের সমস্যায় শরীর যেহেতু দুর্বল হয়ে যাওয়া ও শরীর থেকে অনেক লিকুইড বেরিয়ে যায়। তাই বৃহস্পতিবারের ম্যাচের দলে রাখা হয়নি রোনাল্ডোকে।
অজুহাত নয় তো ?
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর বর্তমানে তাঁকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে রোনাল্ডো যে খুশি নন, সেটা কিছুদিন আগে এক বিস্ফোরক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন। যার পর থেকে ক্লাব সংক্রান্ত ডামাডোল উঠেছে চরমে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে নিজেরে সরিয়ে রাখতেই শরীর খারাপের অজুহাত নয় তো ? এমন কড়া প্রশ্নই ছুটে গিয়েছিল পোর্তুগালের কোচের দিকে।
যে প্রশ্নের উত্তরে হেসে ফেলে পোর্তুগালের অধিনায়কের পাশে দাঁড়িয়ে ফার্নান্দো স্যান্টোস বলেছেন, 'অন্য ফুটবলার হলে প্রশ্নটাই উঠত না। যাই হোক, ওঁর সত্যিই পেট খারাপ, খেলার মতো জায়গায় আপাতত নেই।'
বিশ্বকাপে পোর্তুগাল
ঘানার বিরুদ্ধে ২৪ নভেম্বর নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে পর্তুগাল। এই ম্যাচের পরে ২৮ তারিখ উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন রোনাল্ডোরা। ২ ডিসেম্বর সন হিউং-মিনের দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজেগের গ্রুপ পর্বের অভিযান শেষ করবে পর্তুগাল। বিশ্বকাপের দল ঘোষণার সময় ২০১৬ ইউরো জয়ী পোর্তুগাল দলের কোচ স্যান্টোস বলেছিলেন, 'আমি বিশ্বকাপ দলে যেসব খেলোয়াড়দের সুযোগ দিয়েছি তাদের সকলের মধ্যেই জয়ের খিদে রয়েছে। সকলেই পর্তুগালকে বিশ্বচ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর। এবং এই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও রয়েছে।'
👨🔬 Química da equipa: 📈📈📈! Prontos para o duelo com a Nigéria. 🇵🇹 #VesteABandeira
— Portugal (@selecaoportugal) November 16, 2022
👨🔬 Team Chemistry: 📈📈📈! Ready for our match against Nigeria. 🇵🇹 #WearTheFlag pic.twitter.com/IBt8fefKqM
আরও পড়ুন- ক্লাব, ম্যানেজারের বিরুদ্ধে মুখ খুলেই বিপদে রোনাল্ডো! জল্পনা ভবিষ্যৎ নিয়ে