East Bengal: দিমিত্রি-জিকসনকে রেখে ডুরান্ড কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ইস্টবেঙ্গলের
Durand Cup 2024: ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের আর মাত্র দিন দুয়েক বাকি। ২৯ জুলাই বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল দল।
কলকাতা: শনিবার শুরু হয়ে গেল ডুরান্ড কাপ (Durand Cup 2024)। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। আর এদিনই ডুরান্ড কাপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের আর মাত্র দিন দুয়েক বাকি। ২৯ জুলাই বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল দল। তার আগে শনিবার লাল-হলুদ শিবিরের তরফে ঘোষণা করে দেওয়া হল ২৫ সদস্যের দল।
কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগেও খেতাব জয়ের দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপেও যে তাঁরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে পারেন, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। দিন কয়েক আগে ইস্টবেঙ্গলের দলের সঙ্গে সকলকে পরিচিত করিয়ে দেওয়ার অনুষ্ঠানে কুয়াদ্রাত জানিয়েছিলেন, ডুরান্ড কাপকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
শনিবার ইস্টবেঙ্গল যে দল ঘোষণা করল, সেখানে গ্রিক ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামান্তাকসকে রাখা হয়েছে। পাশাপাশি ক্লেটন সিলভা, জিকসন সিংহ -সহ পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে লাল-হলুদ শিবির। গতবার অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার যে ডুরান্ড জিততে মরিয়া লাল-হলুদ শিবির, শক্তিশালী দল ঘোষণা করে সেই ইঙ্গিত দিয়ে রাখল ইস্টবেঙ্গল।
Celebrating 𝐁𝐚𝐝𝐞 𝐌𝐢𝐲𝐚𝐧's rich legacy as we inch closer to our #IndianOilDurandCup opener! ❤️💛#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/Mwf6tBADEy
— East Bengal FC (@eastbengal_fc) July 27, 2024
গোলকিপার: প্রভসুখন সিংহ গিল, দেবজিৎ মজুমদার ও আদিত্য পাত্র
ডিফেন্ডার: হিজাজি মাহের, লালচুংনুঙ্গা, গুরসিমরৎ সিংহ গিল, মনোতোষ চাকলাদার, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা
মিডফিল্ডার: সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, জিকসন সিংহ, মাদিহ তালাল, তন্ময় দাস, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, আমন সিকে, নাওরেম মহেশ সিংহ, নন্দকুমার শেকর, শ্যামল বেসরা
ফরওয়ার্ড: ডেভিড লাললানসাঙ্গা, দিমিত্রি দিয়ামান্তাকস, ক্লেটন সিলভা ও জেসিন টিকে
হেড কোচ: কার্লেস কুয়াদ্রাত
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া হয়ে গেল উত্তর কোরিয়া! বিতর্কের মুখে ক্ষমা চাইলেন অলিম্পিক্সের উদ্যোক্তারা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।