Olympics Opening Ceremony: দক্ষিণ কোরিয়া হয়ে গেল উত্তর কোরিয়া! বিতর্কের মুখে ক্ষমা চাইলেন অলিম্পিক্সের উদ্যোক্তারা
Paris Olympics 2024: অলিম্পিক্সের উদ্যোক্তাদের এই বিরাট ভুলের জন্য হইচই পড়ে গিয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)।
প্যারিস: দুই দেশকে মনে করা হয় প্রবল প্রতিদ্বন্দ্বী। অনেকটা ভারত ও পাকিস্তানের মতো। রাজনৈতিক অবস্থান হোক বা বিদেশনীতি, সব ক্ষেত্রেই একে অন্যের বিপরীত মেরুতে।
আর অলিম্পিক্সের (Paris Olympics) উদ্বোধনী অনুষ্ঠানে সেই দক্ষিণ কোরিয়াকে নাকি বলে দেওয়া হল উত্তর কোরিয়া!
অলিম্পিক্সকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অভিনব। স্যেন (Siene) নদীর উপরে নৌকায় চড়ে প্যারেড করেন বিভিন্ন দেশের প্রায় সাত হাজার অ্যাথলিট। আর সেই সময়ই বিপত্তি। দক্ষিণ কোরিয়া মার্চ পাস্টে এলে মাইকে প্রথমে ফরাসি ভাষায় ঘোষণা করা হয়, 'রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।' পরে ইংরেজিতে তর্জমা করে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' যা আদতে উত্তর কোরিয়ার সরকারি নাম! উত্তর কোরিয়াকে সরকারিভাবে বলা হয়, 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়াকে বলা হয় 'রিপাবলিক অব কোরিয়া।' দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী এই ঘটনায় হতাশা প্রকাশ করেন।
অলিম্পিক্সের উদ্যোক্তাদের এই বিরাট ভুলের জন্য হইচই পড়ে গিয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। আইওসি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্ষমাপ্রার্থনা করে একটি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, 'উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াকে পরিচয় করানোর সময়ে যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।'
এমনিতেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক ভাল নয় বলেই ওয়াকিবহাল মহলের খবর। যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে। আর এমন আবহে দক্ষিণ কোরিয়াকে ভুলবশত উত্তর কোরিয়া বলে পরিচয় করানো হয়েছে। অলিম্পিক গেমসের বোধনেই একেবারে কূটনৈতিক সংঘাতের পরিস্থিতি! আসছিল দক্ষিণ কোরিয়ার নৌকা। আর পরিচয় করাতে গিয়ে উলটপুরাণ ঘটিয়ে ফেললেন ঘোষক।
দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু তাদের উত্তর কোরিয়ার সঙ্গে গুলিয়ে ফেলতেই বেজায় চটে গিয়েছে দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যদিও ভুল স্বীকার করে নিয়েছে। ক্ষমা চেয়েছে। এক্স হ্যান্ডলে লিখেছে, 'আমরা গভীরভাবে দুঃখিত।' কিন্তু এতেই বিষয়টি থামছে না। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে শোরগোল পড়ে গিয়েছে। যে অলিম্পিক্সকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, সেখানেই কি না এত বড় ভুল!
আরও পড়ুন: চারে চার! বাংলাদেশকে ১০ উইকেটে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।