Durand Cup Final: ডুরান্ড কাপের খেতাবি লড়াইয়ে যুবভারতীতে আজ মুখোমুখি ডায়মন্ড হারবার ও নর্থ ইস্ট
North East United vs Diamond Harbour FC: চলতি বছরই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল জামশেদপুর এফসি। এরপর এবার ডুরান্ড কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে তাঁরা। বিশেষ করে ইস্টবেঙ্গলের মত দলকে হারানো।

কলকাতা: কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি ও সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। আজ শনিবার তাঁদের খেতাবি লড়াই। উল্টোদিকে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। এক ইতিহাসের হাতছানি রয়েছে এদিন। ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে এক নতুন চ্যাম্পিয়ন ও এক নতুন ফাইনালিস্ট।
চলতি বছরই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল জামশেদপুর এফসি। এরপর এবার ডুরান্ড কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে তাঁরা। বিশেষ করে ইস্টবেঙ্গলের মত দলকে হারানো। যা বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দল। তবে নর্থ ইস্টের শক্তিশালী বাধা না টপকাতে পারলে কিন্তু ১৩৪ তম ডুরান্ড কাপের ফাইনাল জেতা সম্ভব হবে না।
গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন ও মোট ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্টস এবারের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। ১৬ বারের চ্যাম্পিয়ন লাল হলুদও টুর্নামেন্টের বাইরে। এর আগে মহমেডান এফসি তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তাই কলকাতা ফুটবলের সম্মান জড়িয়ে এবার ডায়মন্ড হারবারেরই হাতেই।
উত্তর-পূর্ব ভারতের সম্মান জড়িয়ে নর্থ ইস্টের সামনে। নর্থইস্টের কোচ হুয়ান পেদ্রো বেনালি ফাইনালের আগে বলেন, ''ওদের বিরুদ্ধে যারা ফেবারিট ছিল, সেই ইস্টবেঙ্গলকে হারিয়েছে ডায়মন্ড হারবার। তবে আমরা নিজেদের ফেভারিট মনে করছি না। ফাইনালে কেউ ফেভারিট হয় না। এটা আসলে মনস্তাত্বিক লড়াই। আসলে এই ম্যাচে মানসিক ভাবে যারা শক্তিশালী থাকবে, তারাই জিতবে।''
গত আইএসএলেও লিগ টেবিলে চার নম্বরে শেষ করেছিল নর্থ ইস্ট। তাই এবারের ফাইনালেও তাঁদের পাল্লা ভারী। নর্থ ইস্টের গত এক বছরের পারফরম্যান্সে প্রতিপক্ষদের সমীহ যে আদায় করে নিতে পেরেছে বেনালির দল, এই নিয়ে কোনও সন্দেহ নেই। মহম্মদ আলি বেমামের ও নেস্টর আলবিয়াখের মতো খেলোয়াড় না থাকা সত্ত্বেও এবার ঐতিহ্যের ডুরান্ডের ফাইনালে উঠেছে তারা এই দলটি। এ বারও তাদের সাফল্যের রথে সারথীর ভূমিকায় রয়েছেন মরক্কোর বিস্ময় ফরোয়ার্ড আলাদিন আজারেই, শনিবার যুবভারতীতে তিনি ছন্দে থাকলে চাপ বাড়বে ডায়মন্ড হারবারের।
ডুরান্ড কাপের শেষ আটের লড়াইয়ে যে বোড়োল্যান্ডের বিরুদ্ধে ৪-০ জয় ছিনিয়ে নিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ চারে নর্থ ইস্ট ইউনাইটেড ডার্বিতে শিলং লাজং এফসি-কে তারা ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল। সেই ম্য়াচে অবশ্য গোল পাননি আলাদিন। গোল করেন রেডিম তলাং। কিন্তু পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই গোল করেছেন যিনি, শনিবার আসল খেতাবি লড়াইয়ে কি ফের জ্বলে উঠবেন আলাদিন?
আজ কাদের ম্য়াচ?
আজ ১৩৪ তম ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড
ভেনু: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
তারিখ: ২৩ আগস্ট, ২০২৫
খেলা শুরু: বিকেল ৫.৩০
সম্প্রচার: সোনি স্পোর্টস
লাইভ স্ট্রিমিং: SonyLIV






















