East Bengal FC: অষ্টমে মোক্ষলাভ, অবশেষে আইএসএলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল, যুবভারতীতে জোড়া লাল কার্ড
ISL: আইএসএলে (ISL) মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে শুক্রবার ১-০ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে।
কলকাতা: আইএসএলে (ISL) মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে শুক্রবার ১-০ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে। লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থকদের যেন সামান্য হলেও স্বস্তি ফিরল দলের প্রথম জয়ে।
চলতি আইএসএলে হতাশাই সঙ্গী হয়েছিল ইস্টবেঙ্গল শিবিরের। লাগাতার হারের পর অবশেষে আগের ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল লাল হলুদ ব্রিগেড। সেটিই ছিল ইস্টবেঙ্গলের প্রথম পয়েন্ট। শুক্রবার জয় প্রথমবার তিন পয়েন্টের স্বাদ দিল ইস্টবেঙ্গলকে।
আইএসএলে হতাশাজনক পারফরম্যান্স হলেও এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। মরশুমের মাঝপথে কোচ বদল হয়েছিল। ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছেড়েছিলেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। নতুন কোচ অস্কার ব্রুজোর কোচিংয়ে পরিস্থিতি ছবিটা যে বদলাতে শুরু করেছে, তা এএফসির টুর্নামেন্টেই বোঝা যাচ্ছিল। গত ম্যাচে ৩০ মিনিটের মধ্যে ৯ জনে হয়ে যাওয়ার পর মহমেডানের বিরুদ্ধে ড্র করে আত্মবিশ্বাস খানিকটা হলেও বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। তবু জয় অধরাই ছিল।
আরও পড়ুন: দাদার ষড়যন্ত্র? ভোটে হেরে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রীর ভাই, ময়দান ছেড়ে না যাওয়ার বার্তা
অবশেষে শুক্রবার সল্ট লেকের যুবভারতীয় স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। তবে জোড়া লাল কার্ডে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচে। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেডের ফুটবলার মহম্মদ আলি বেমাম্মের দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আগের ম্যাচে ইস্টবেঙ্গলের দুই প্লেয়ার লাল কার্ড দেখেছিলেন। শুক্রবার শেষ মুহূর্তে লালচুংনুঙ্গা দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখলেন। শেষ মুহূর্তে দুই দলই সমান জায়গায় ছিল।
টানা ছয় ম্যাচে পরাজয় হজম করার পর সপ্তম ম্য়াচে গিয়ে ড্র করেছিল ইস্টবেঙ্গল। অবশেষে অষ্টম ম্যাচে আইএসএল মরশুমের প্রথম জয়। ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ রক্ষণের বোঝাপড়ার অভাবে বক্সের বাঁ দিকে বল পান মাদি তালাল। দুর্দান্ত চিপ করেন তিনি। সেই চিপ থেকে হেডে গোল করেন দিমিত্রি দিয়ামান্তাকস। প্রথমার্ধে গোল পাওয়ায় আত্মবিশ্বাস বাড়ে ইস্টবেঙ্গলের। শেষ পর্যন্ত ১-০ গোলেই ম্যাচ জেতে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে