East Bengal VS Mohun Bagan: রবিবার যৌথভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর ডাক ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের
Durand Cup 2024: শনিবারই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ বাতিল করার সিদ্ধান্তের কথা জানায় ডুরান্ড কাপ কর্তৃপক্ষ।
কলকাতা: জল্পনা মতোই বাতিল হয়েছে ডুরান্ড কাপের (Durand Cup 2024) কলকাতা ডার্বি। রবিবাসরীয় সন্ধেতে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal VS Mohun Bagan) ম্যাচ আয়োজিত হচ্ছে না বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আরজিকর কাণ্ডে উত্তাল কলকাতায় নিরাপত্তা ঘিরে উদ্বেগ রয়েছে। তবে ম্যাচ বাতিল হলেও, দুই দলের সমর্থকরা সম্মিলিতভাবে এক বিশেষ কর্মসূচী পালন করতে পারেন।
ডুরান্ড কাপ কর্তৃপক্ষের পক্ষে শনিবার এক বিবৃতিতে জানান হয়, 'ডুরান্ড কাপের উদ্যোক্তাদের তরফে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ অগাস্ট, সন্ধে সাতটায় আয়োজিক মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইমামি ইস্টবেঙ্গলের মধ্যেকার গ্রুপ এ-র শেষ ম্যাচ বাতিল করা হচ্ছে।' এই ম্যাচ বাতিলের কারণ স্পষ্টভাবে জানানো না হলেও, ম্যাচের সময় দুই দলের সমর্থকদের আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ফলেনে আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কার কথা উঠে আসছে।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের বিভিন্ন সমর্থকগোষ্ঠী ম্যাচ চলাকালীন 'জাস্টিস ফর আর জি কর' দাবিতে গ্যালারিতে সম্মিলিত ধ্বনি তুলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিবাদ জানাতে একাধিক ব্যানার, টিফো নিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। এমনকী ম্যাচের আগে যুবভারতীর গেটের সামনে পর্যন্ত মিছিল করেও সমর্থকরা যেতে পারেন বলে খবর ছিল। তবে ম্যাচ বাতিল হয়েছে। তবে এতে প্রতিবাদ থামছে না। দুই দলের ফ্যান ক্লাবের এক সম্মিলিত পোস্টারে লেখা দেখা যায়, 'সরকার মাঠ আটকালে আমরা রাস্তা আটকাব'।
মোহনবাগানের আলট্রাসের সভাপতি প্রসেনজিৎ সরকার আজকের দিনটাকে 'কালো দিন' হিসাবে উল্লেখ করে জানান দুই দলের সমর্থকগোষ্ঠী আর জি করের নির্যাতিতার হয়ে এক সুরে প্রতিবাদ জানান। তিনি পিটিআইকে বলেন, 'কলকাতা ডার্বি বাতিল করে সরকার ফুটবলের ওপর আঘাত হেনেছে। সরকারের এহেন কর্মকাণ্ড স্বৈরাচারের পরিচয়বাহক। এটা কোনওভাবেই আমরা চুপ করে মেনে নেব না। কাল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা জমা হবেন এবং আমাদের নিজেদের কথা বলা থেকে কেউ রুখতে পারবে না।'
রবিবার সল্টলেক স্টেডিয়ামের মূল গেটের বাইরে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে প্রতিবাদ জানাবেন বলেও জানান প্রসেনজিৎ। 'মাঠের মধ্যে রাজনীতির কোনও জায়গা নেই। এক্ষেত্রে এক বড় লক্ষ্য বাস্তবায়িত করতে আমরা একসঙ্গে বিরোধ জানাব। টিফো, ব্যানার নিয়ে আমরা সুবিচারের দাবি জানাব। আমাদের চুপ করানোর চেষ্টা হতে পারে, কিন্তু আমরা থামব না।' যোগ করেন তি। 'ইস্টবেঙ্গল দ্য রিয়াল পাওয়ার'-র রবি শঙ্কর সেনও একই সুরে জানান কাল কাতারে কাতারে ইস্টবেঙ্গল সমর্থকরা স্টেডিয়ামের ভিআই গেটের বাইরে জমা হয়ে প্রতিবাদ জানাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অভিষেকে জ়ার্কজ়ের গোল, ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগ মরশুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড