East Bengal: ইস্টবেঙ্গলে তরুণ তুর্কি, লাললাংসাঙ্গাকে তিন বছরের চুক্তিতে সই করাল লাল হলুদ
David Lalhlansanga: গত মরশুমে লাললাংসাঙ্গা কলকাতা ফুটবল লিগে ২১টি, ডুরান্ডে ছয়টি ও আই লিগে পাঁচটি গোল করেছিলেন।
![East Bengal: ইস্টবেঙ্গলে তরুণ তুর্কি, লাললাংসাঙ্গাকে তিন বছরের চুক্তিতে সই করাল লাল হলুদ Emami East Bengal FC sign David Lalhlansanga on a three year contract East Bengal: ইস্টবেঙ্গলে তরুণ তুর্কি, লাললাংসাঙ্গাকে তিন বছরের চুক্তিতে সই করাল লাল হলুদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/72f13e6ba4cdc08aa457006c33d0d1961718703633016507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গত মরশুমটা ডেভিড লাললাংসাঙ্গার (David Lalhlansanga) জন্য অনেকটা স্বপ্নের মতোই কেটেছিল। ভারতীয় ফুটবলে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। মহামেডান স্পোর্টিংয়ের জার্সি গায়ে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ, উভয় টুর্নামেন্টেই সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সাদা কালো বিগ্রেডের আই লিগ জয়ের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। সেই তরুণ তুর্কিকেই সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)।
মঙ্গলবার, ১৮ জুন তরুণ স্ট্রাইকারকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করল লাল হলুদ কর্তৃপক্ষ। তিন বছরের চুক্তিতে সই স্বাক্ষর করলেন লাললাংসাঙ্গার। কলকাতা জায়ান্টের হয়ে সই করে স্বভাবতই উচ্ছ্বসিত মিজ়ো স্ট্রাইকার। তাঁকে সই করার প্রসঙ্গে ইমামি কর্তা বিভাস বর্ধন বলেন, 'ডেভিডের মধ্যে ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠার সমস্ত সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে ডাক পেয়েছেন তিনি এবং আমরা আশাবাদী আগামী দিনে আমাদের হয়ে ও আরও উন্নতি করবে।'
ডেভিড বলেন, 'ইস্টবেঙ্গল বিশাল বড় ক্লাব। গোটা ভারতজুড়েই এই ক্লাবের সমর্থকরা রয়েছেন। উচ্ছ্বসিত সমর্থকদের সামনে খেলতে আমি সবসময়ই ভালবাসি। মহেশ, নন্দ, লালচুংনুঙ্গাদের সঙ্গে আমি ইতিমধ্যেই জাতীয় শিবিরে বেশ খানিকটা সময় কাটিয়েছি। ওরা সবসময় আমায় সাহায্য করেছি, আমি যাতে নিজের উন্নতি করতে পারি, সেইদিকে খেয়াল রেখেছে। এই ক্লাবের হয়ে আমি নিজের সেরাটা দিতে পাই। জয় ইস্টবেঙ্গল।'
আছে লাগাম ছেঁড়া স্বপ্ন বুকের ভেতর ✨
— East Bengal FC (@eastbengal_fc) June 18, 2024
From Red Road to Leslie Claudius Sarani, David is now a Red & Gold! ❤️💛#JoyEastBengal #David2027 pic.twitter.com/cjwLaDYury
বহুদিন ধরেই ডেভিডকে সই করানোর লক্ষ্যে ছিল লাল হলুদ। অন্তত এমনটাই দাবি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। গত মরশুমে ২২ বছর বয়সি তরুণ ডুরান্ড কাপে মাত্র তিন ম্যাচে ছয় গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও প্রদান করেন। কলকাতা ফুটবল লিগে তো চোখধাঁধানো ২১টি গোল করন তিনি। আইলিগে পাঁচ গোল এবং দুইটি অ্যাসিস্ট দেন লাললাংসাঙ্গা। এই সাফল্যই তাঁকে লাল হলুদ কোচের নজরে এনে দেয়। এবার তাঁকে সই করানোর ইচ্ছাপূরণ হল কুয়াদ্রাতের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নজর কাড়লেন কন্তে, অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)