(Source: ECI/ABP News/ABP Majha)
FIFA WC 2022: মাঠে বসে মেসিদের খেলা দেখার সুযোগ, কাতারে যাচ্ছেন ভাইরাল আর্জেন্তিনা সমর্থক
Argentina Football Team: আর্জেন্তিনা পোল্যান্ডকে হারালে, মেসিরা নিঃসন্দেহে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলবেন। তবে ড্র হলে তাঁদের ভাগ্য সৌদি-মেক্সিকো ম্যাচের ওপর নির্ভরশীল থাকবে।
কান্নুর: গোটা বিশ্বজুড়ে লিওনেল মেসির (Lionel Messi) ভক্তের কমতি নেই। ভারতেও অগণিত মেসি সমর্থক রয়েছেন। চোখের সামনে মাঠে বসে নিজের প্রিয় খেলোয়াড়ের ম্যাচ দেখতে সকলেই চান। সেই স্বপ্নই পূরণ হতে চলেছে অষ্টম শ্রেণীর পড়ুয়া নিব্রাসের। গ্রুপ পর্বে আলবিসেলেস্তের (Argentina Football Team) শেষ ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে (Argentina vs Poland) বৃহস্পতিবার মধ্যরাতে (ভারতীয় সময় অনুযায়ী)। সেই ম্যাচে মাঠে বসেই মেসি তথা আর্জেন্তিনার জন্য গলা ফাটাবেন কেরলের বালক।
ভাইরাল সমর্থক
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে ১-২ ব্যবধানে পরাজিত হয়। এমন অপ্রত্যাশিত হারে বহু আর্জেন্তাইন সমর্থক কান্নায় ভেঙে পড়েন। তাঁদের মধ্যে অন্যতম হলেন নিব্রাস। তবে ক্লাস এইটে পড়া কাসারকোট, থ্রিকারিপুরের বাসিন্দা নিব্রাস কান্নার মাঝেও নিজেকে এবং আশেপাশের সকলকে সান্ত্বনা দেয়। পরাজয়ের পর নিব্রাস বলে, 'সব শেষ হয়ে যায়নি। এখনও এক ম্য়াচ বাকি রয়েছে।' চরম বেদনার মাঝেও নিব্রাসের এই উক্তিটাই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। এবার সেই বালকই যাচ্ছেন কাতারে।
কান্নুর জেলার এক পর্যটন সংস্থার সৌজন্যে কাতারে খেলা দেখতে যাওয়ার সুযোগ পেয়েছে নিব্রাস। পোল্যান্ডের বিরুদ্ধে প্রিয় দলের ম্যাচে সে মাঠে উপস্থিত থাকবে। সে জানায় যে শুধু সে নিজে নয়, তার গোটা পরিবারই আর্জেন্তিনার সমর্থক। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নিব্রাস বলে, 'আমি ভীষণ খুশি। মেসিকে সামনা সামনি দেখতে পেলে ঠিক কী করব আমি জানি না। তবে এই সুযোগ পাওয়ায় আমি ভীষণ উত্তেজিত। প্রথম ম্যাচের থেকে শিক্ষা নিয়ে আর্জেন্তিনা নিজেদের পরের ম্যাচ খেলে এবং সেই কারণেই আমার মনে হয় ওঁরা পরের ম্যাচগুলিতেও এমনভাবেই উন্নতি করতে থাকবে এবং ভাল ফুটবলও খেলবে।'
কোয়ালিফাই করার অঙ্ক
প্রথম ম্যাচে হারলেও, পরের ম্যাচেই মেক্সিকোকে ২-০ স্কোরলাইনে হারান মেসিরা। বর্তমানে আর্জেন্তিনা তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। চার পয়েন্ট নিয়ে পোল্যান্ড রয়েছে প্রথম স্থানে। স্টেডিয়াম ৯৭৪-এ আর্জেন্তিনা ও পোল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে যে দল জয় পাবে, তাঁরা নিঃসন্দেহে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলবে। তবে ম্যাচ ড্র হলে আর্জেন্তিনার ভাগ্য সৌদি-মেক্সিকো ম্যাচের ওপর নির্ভরশীল থাকবে। অবশ্য পোল্যান্ড ম্যাচ ড্র করলেও পরের রাউন্ড নিজেদের জায়াগা পাকা করে ফেলবে।
আরও পড়ুন: শুরু পোল্যান্ড ম্যাচের প্রস্তুতি, মেক্সিকোকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যে প্র্যাক্টিসে হাজির মেসি