Argentina Football Team: দলের সমর্থনে নিজের হাতে পতাকা তৈরি করে কাতারে হাজির দি'মারিয়ার স্ত্রী
Angel Di Maria: দুঃসময়ে দলের পাশে থাকছেন অ্যাঙ্খেল দি মারিয়ার স্ত্রী খরখেলিনা কার্দোসো। যিনি সপরিবার হাজির হয়ে গিয়েছেন কাতারে। হাতে বিশেষ একটি পতাকা নিয়ে।
দোহা: প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবাক পরাজয়। যা সমর্থকদের মনে আশঙ্কা তৈরি করেছে, গ্রুপ থেকেই ছিটকে যাবে না তো টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্তিনা (Argentina)?
তবে দুঃসময়ে দলের পাশে থাকছেন অ্যাঙ্খেল দি মারিয়ার (Angel Di María) স্ত্রী খরখেলিনা কার্দোসো। যিনি সপরিবার হাজির হয়ে গিয়েছেন কাতারে। হাতে বিশেষ একটি পতাকা নিয়ে। যে পতাকা তাঁর নিজের বানানো। সেই জাতীয় পতাকায় লেখা, 'সবসময় তোমার সঙ্গে আছি'।
বিশ্বকাপে নক আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জিততে হবে আর্জেন্তিনাকে। সেই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খরখেলিনার তৈরি পতাকার ছবি।
আর্জেন্তিনা প্রথম ম্য়াচে হেরে চাপে পড়ে গেলেও, লিওনেল মেসিদের দেশের ফুটবলপ্রেমীরা মনে করেন, শেষ ষোলোয় যাওয়া এখনও সম্ভব। জাতীয় দলকে সমর্থন জানাতে ৩০ হাজার আর্জেন্তিনীয় দোহায় গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন খরখেলিনাও। সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ওয়েস্ট ইন দোহা হোটেলে সেই পতাকা হাতে খরখেলিনা। রয়েছেন দি'মারিয়াও।
ছবিটি শেয়ার করে খরখেলিনা লিখেছেন, 'আমরা তোমাকে ভালবাসি।' পোস্টে দি'মারিয়াকে ট্যাগও করেছেন তিনি। পরে সেই ছবি শেয়ার করেন দি'মারিয়াও।
আত্মবিশ্বাসী স্পেনের কোচ
বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত শুরু করেছে স্পেন (Spain Football Team)। কোস্তা রিকাকে ৭-০ গোলে চূর্ণ করেছে। যে জয়ের পর উচ্ছ্বসিত স্পেনের কোচ লুই এনরিকে (Luis Enrique)। তিনি বলেছেন, 'এরকম চললে ফুটবলকে দারুণ খেলা বলে মনে হয়। আমাদের বল দখল আর নিয়ন্ত্রণ অসাধারণ ছিল। এই দর্শন নিয়েই ওরা কয়েক বছর ধরে খেলে আসছে। যে ১৭ জন ম্যাচে অংশ নিয়েছিল, তারা প্রত্যেকে ভাল।'
বিশ্বকাপে রেকর্ড গড়েছে স্পেন। কোস্তা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১০ সালের বিশ্বজয়ীরা। বিশ্বকাপে এটাই স্পেনের সবচেয়ে বড় জয়। ২০১০ সালে উত্তর কোরিয়াকে ৭-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তার ১২ বছর পর বিশ্বকাপে এত বড় ব্যবধানে জিতল কোনও দেশ।
স্পেন এত বড় ব্যবধানে জেতায় আতঙ্ক বাড়ল জার্মানির। যারা বুধবার ১-২ গোলে হেরে গিয়েছে জাপানের কাছে। গ্রুপের পরের ম্য়াচে জাপান যদি কোস্তা রিকাকে হারিয়ে দেয়, আর জার্মানি হেরে যায় স্পেনের কাছে, তাহলে ছিটকে যাবেন থোমাস মুলাররা। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতেই হবে জার্মানিকে। এবং শেষ ম্যাচে কোস্তা রিকাকে হারাতে হবে বিরাট ব্যবধানে।
আরও পড়ুন: মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর