FIFA World Cup 2022: ফিরলেন দানি আলভেস, সুযোগ পেলেন না ফিরমিনো, বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের
Brazil Squad: লাতিন আমেরিকার প্রবল পরাক্রমশালী ফুটবল দলে সবচেয়ে বড় চমক রবার্তো ফিরমিনোর বাদ পড়া। চলতি মরসুমে লিভারপুলের হয়ে ছন্দে থাকা তারকাকে দলে রাখেননি কোচ তিতে।
রিও দে জেনেইরো: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) দল ঘোষণা করে দিল ব্রাজিল। লাতিন আমেরিকার প্রবল পরাক্রমশালী ফুটবল দলে সবচেয়ে বড় চমক রবার্তো ফিরমিনোর বাদ পড়া। চলতি মরসুমে লিভারপুলের হয়ে ছন্দে থাকা তারকাকে দলে রাখেননি কোচ তিতে। পাশাপাশি দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ দানি আলভেসকে। অনেকে ধরেই নিয়েছিলেন যে, দানি আলভেসকে বিশ্বকাপের দলে দেখা যাবে না।
ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপের অপেক্ষার ২০ বছর হতে চলল।
রক্ষণে দানিলো, অ্যালেক্স সান্দ্রো, এদের মিলিতাও, থিয়াগো সিলভাদের থাকাটা অনুমেয়ই ছিল। তবে অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস শেষ পর্যন্ত দলে থাকবেন কি না, তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। শেষ পর্যন্ত আলভেসের অভিজ্ঞতায় ভরসা রেখেছেন তিতে। আলভেসকে দলে রাখা নিয়ে সমালোচনা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিতে বলেছেন, ‘আমি এখানে যারা ট্যুইটারে মত দেয় তাদের খুশি করতে আসিনি।’
আক্রমণভাগে তারকার ছড়াছড়ি। নেমারের সঙ্গে দারুণ ছন্দে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদরিগো, রাফিনিয়া, রিচার্লিসন এবং গ্যাব্রিয়েল জেসুস। প্রথম একাদশে কাদের খেলাবেন, তা নিয়ে অনেক কাটাছেঁড়া করতে হবে তিতেকে।
২৬ সদস্যের ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (য়ুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস), দানিলো (য়ুভেন্টাস), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমের (য়ুভেন্টাস)।
মিডফিল্ডার: কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম), এভারতন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ড: নেমার (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), আন্তনি (ম্যান ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পেয়ে বেড়েছিল জেদ, গোটা ঘরে লিখে রেখেছিলেন 'ইন্ডিয়া'