FIFA World Cup 2022: বিশ্বকাপে মাঠে নামছে রোনাল্ডোর পর্তুগাল, কোথায়, কখন দেখবেন ম্য়াচ?
Portugal Football Team: নিজেদের শেষ তিন বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততে পারেননি রোনাল্ডোরা। তাঁদের সামনে ইতিহাস বদলে ফেলার চ্যালেঞ্জ।
দোহা: সদ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই বিতর্কের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিশ্বকাপে (FIFA WC 2022) মাঠে নামতে চলেছে পর্তুগাল, প্রতিপক্ষ ঘানা (Portugal vs Ghana)। দলের কিংবদন্তি অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বিশ্বকাপে দলের ওপর কোনওরকম প্রভাব ফেলবে না বলেই মনে করছেন দলের কোচ ফার্নান্দো স্যান্টোস। এমনকী তাঁর দাবি এই বিষয়ে পর্তুগাল দলের অন্দরে তেমন কোনওরকম আলোচনাও হয়নি।
তবে রোনাল্ডো বিতর্কের আঁচ না পড়লেও, পর্তুগালের সামনে চ্যালেঞ্জ সাম্প্রতিক ইতিহাস বদলে ফেলার। পর্তুগাল নিজেদের বিশ্বকাপের শেষ ১৪টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে। পর্তুগিজরা বাকি ছয়টি ম্যাচ ড্র করেছেন এবং পাঁচটিতে হেরেছেন। চার বছর আগে রাশিয়ায় নক আউট পর্বে পর্তুগাল পৌঁছেছিল বটে, তবে নিজেদের শেষ তিন বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততে পারেননি রোনাল্ডোরা। তাই তাঁদের সামনে এই ইতিহাস বদলে ফেলার চ্যালেঞ্জ রয়েছে।
কোথায় হবে খেলা?
২৪ নভেম্বর, বৃহস্পতিবার পর্তুগাল বনাম ঘানার ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে স্টেডিয়ামে ৯৭৪।
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.৩০-এ শুরু হবে খেলা।
কোথায় দেখা যাবে পর্তুগাল বনাম ঘানার এই ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় পর্তুগাল বনাম ঘানার ম্যাচটি দেখা যাবে।
শেষ সাক্ষাৎ
ঘানা ও পর্তুগালের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলেই পর্তুগিজরা ২-১ গোলে জিতেছিল।
নির্বাসিত রোনাল্ডো
গত এপ্রিল মাসে এক ভক্তের মোবাইল মাটিতে ছুড়ে ভেঙে ফেলার জন্য শাস্তি হয়েছে রোনাল্ডোর। দু’টি ম্যাচ নির্বাসনের পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পর্তুগালের মহাতারকাকে। তবে জাতীয় দলের জার্সিতে নয়। রোনাল্ডোকে ক্লাব ফুটবলে শাস্তির মুখে পড়তে হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রোনাল্ডো। এর পরে তিনি কোন ক্লাবে যাবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি যদি ইংল্যান্ডের কোনও ক্লাবের হয়ে খেলেন তা হলে প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
গত বছর এপ্রিল মাসে এভার্টনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা চলাকালীন এই ঘটনা ঘটেছিল। ম্যাচ শেষে বিশেষ ভাবে সক্ষম এক কিশোর রোনাল্ডোর সঙ্গে ছবি তোলার আবদার করেন। কিন্তু ম্যাচ হেরে হতাশ রোনাল্ডো কিশোরের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। রোনাল্ডোকে তাই কড়া শাস্তি দিল এফএ।
আরও পড়ুন: বাতশুয়াইয়ের গোলে কানাডাকে ১-০ হারাল ফ্যাকাশে বেলজিয়াম