FIFA World Cup 2022 Qatar: হিজাব বিতর্কে তরুণী মৃত্যুর প্রতিবাদ, জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা
Iran Football Team: ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে গত ২ মাস ধরে তোলপাড় হচ্ছে ইরান।
দোহা: খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে তখন মাত্র কয়েক মিনিট বাকি। মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই দলের ফুটবলাররা (England vs Iran)। স্টেডিয়ামের মিউজিক সিস্টেমে ইরানের জাতীয় সঙ্গীত বাজতে শুরু করল। কিন্তু ঠোঁট নড়ছে না ইরানের ফুটবলারদের। বরং বেশ বিরক্তির সঙ্গেই ফুটবলাররা এক একজন এক একদিকে তাকিয়ে রয়েছেন।
সোমবার ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ (FIFA World Cup 2022) শুরুর আগেই বিতর্ক। জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা। ইরানে এখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। দেশজুড়ে চলছে সরকারবিরোধী আন্দোলন। ম্যাচের আগেই ইরানের অধিনায়ক আলিরেজ়া জাহানবখশ জানিয়েছিলেন, জাতীয় সঙ্গীত গাওয়া হবে কি না, তা নিয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত দেখা গেল, জাতীয় সঙ্গীত গাইলেন না আলিরেজারা। দেশের সরকারবিরোধী আন্দোলনে প্রতিবাদীদের পাশে থাকলেন ইরানের ফুটবলাররা।
১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে গত ২ মাস ধরে তোলপাড় হচ্ছে ইরান। অভিযোগ, হিজাব না পরায় গ্রেফতার করা হয়েছিল মাশাকে। গ্রেফতারির ৩ দিন পরেই তাঁর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। প্রতিবাদীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইরানের ফুটবলাররা। এমনকী, ম্যাচ জিতলেও তাঁরা উৎসব করবেন না বলে জানিয়েছেন ইরানের ফুটবলাররা।
পিছু হঠল ৭ দেশ
বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিশেষ একটি ব্রেসলেট পরে বিশ্বকাপে (FIFA World Cup) মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের ৭টি দেশ। তবে নির্বাসিত হওয়ার আশঙ্কায় সেই সিদ্ধান্ত বদল করল তারা।
ইংল্যান্ড, ওয়েলশ, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস ও স্যুইৎজারল্যান্ড - এই সাত দেশ সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্যের প্রতিবাদে তাঁদের ফুটবলাররা একটি বিশেষ ব্রেসলেট পরে মাঠে নামবেন। যে ব্রেসলেটের নামকরণ করা হয়েছিল ওয়ান লাভ। এই সাত দেশের মধ্যে সোমবার মাঠে নামছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ওয়েলশ। অনেকেই দেখতে চাইছিলেন যে, এই তিন দল সোমবার ওয়ান লাভ ব্রেসলেট পরে মাঠে নামেন কি না।
কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল সাত দেশই। ফিফার (FIFA) নিয়ম অনুযায়ী, ফুটবলের মাঠ থেকে কোনও রাজনৈতিক বার্তা দিলে বা ইঙ্গিত বহনকারী কাজ করলে সংশ্লিষ্ট দেশ বা ফুটবলারকে নির্বাসিত পর্যন্ত করা হতে পারে। অধিনায়কদের হলুদ কার্ড দেখানো হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বিশ্বকাপ চলাকালীন সেইরকম কোনও বিতর্ক যাতে না হয়, সেই কারণে ব্রেসলেট পরার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল এই সাত দেশ। ইংল্যান্ড বনাম ইরান ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে ফিফার অনমনীয় মনোভাবের সমালোচনাও করা হয়েছে।
আরও পড়ুন: ঝাঁ চকচকে রুম, কাতারে মেসির অন্দরমহলে উঁকি মারবেন?