Fifa World Cup: কাতার বিশ্বকাপের পঞ্চম দিনে কোথায় দাঁড়িয়ে কোন দল? দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল
Qatar World Cup: কাতারে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। আটটি গ্রুপের ৩২টি দল কোথায় দাঁড়িয়ে আছে কাতার বিশ্বকাপে এই মুহূর্তে। এরমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে জার্মানি, আর্জেন্তিনাকে।
দোহা: গত ২০ নভেম্বর শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। টুর্নামেন্টের পঞ্চম দিনে এসে সব দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। এরই মধ্যেই একাধিক অঘটনও দেখা গিয়েছে। আর্জেন্তিনা, জার্মানির মত দলকে হারিয়ে এশিয় ফুটবল শক্তির জানান দিয়েছে সৌদি আরব, জাপান। আটটি গ্রুপের ৩২টি দল কোথায় দাঁড়িয়ে আছে কাতার বিশ্বকাপে এই মুহূর্তে। এক ঝলকে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল -
গ্রুপ: এ
নেদারল্যান্ডস: এখনও পর্যন্ত ১ ম্যাচ খেলে জয় পেয়েছে ডাচরা। ঝুলিতে ৩ পয়েন্ট। তারা এই গ্রুপে শীর্ষে রয়েছে।
ইকুয়েডর: টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক কাতারের বিরুদ্ধে জয় পেয়েছে ইকুয়েডর। তারাও ৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে।
সেনেগাল: সাদিও মানে না খেলায় অভাব বোধ করছে তার দল। সেনেগাল ১ ম্যাচ হেরে তালিকায় তৃতীয় স্থানে।
কাতার: আয়োজক দেশ কাতার তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে। তারা তালিকায় চতু্থ স্থানে।
গ্রুপ: বি
ইংল্য়ান্ড: ১ ম্যাচ খেলে ১ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। তারা বি গ্রুপে শীর্ষে রয়েছে।
ইরান: প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জয়। তালিকায় দ্বিতীয় স্থানে কার্লোস কুইরোজের দল।
ইউ এস এ: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ ড্র। ঝুলিতে ১ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ইউ এস এ।
ওয়েলস: এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলে ১টি জয় ও ১ ম্যাচ ড্র। গ্রুপের সবার শেষে রয়েছেন বেলরা।
গ্রুপ: সি
সৌদি আরব: ১ ম্যাচ খেলে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে সৌদি আরব। ৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। তালিকায় শীর্ষে তারা।
পোল্যান্ড: পোল্যান্ডও ১ ম্যাচ খেলে ১ ম্যাচ ড্র করেছে। তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে।
মেক্সিকো: মেক্সিকো ১ ম্যাচ খেলে ১ ম্যাচ ড্র করেছে। তারাও তৃতীয় স্থানে রয়েছে।
আর্জেন্তিনা: আর্জেন্তিনা তাদের প্রথম ম্যাচেই সৌদির বিরুদ্ধে হেরে গ্রুপে একদম তলানিতে জায়গা করে নিয়েছে।
গ্রুপ: ডি
ফ্রান্স: ১ ম্য়াচ খেলে ১ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ফ্রান্স।
তিউনেশিয়া: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ ড্র করেছে তিউনেশিয়া
ডেনমার্ক: ১ ম্যাচ খেলে ১ ম্য়াচ ড্র করেছে ডেনমার্ক। তারা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে।
অস্ট্রেলিয়া: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ ড্র করে গ্রুপপর্বে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
গ্রুপ: ই
স্পেন: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ জয়। গ্রুপ পর্বে শীর্ষে স্পেন।
জাপান: ১ ম্যাচে খেলে ১ ম্য়াচে জয়। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে
জার্মানি: ১ ম্যাচ খেলে প্রথম ম্যাচেই হারতে হয়েছে জার্মানিকে। তারা গ্রুপে তৃতীয় স্থানে
কোস্তারিকা: কোস্তারিকাও তাদের প্রথম ম্য়াচে হেরে গিয়েছে। তারা গ্রুপে একদম শেষে রয়েছে।
গ্রুপ: এফ
বেলজিয়াম: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ জয়। ঝুলিতে ৩ পয়েন্ট। গ্রুপের শীর্ষে বেলজিয়াম।
ক্রোয়েশিয়া: ১ ম্যাচ খেলে সেই ম্য়াচ ড্র। গ্রুপে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া।
মরক্কো: ১ ম্য়াচ খেলে ১ ম্য়াচ ড্র। তালিকায় তৃতীয় স্থানে মরক্কো।
কানাডা: ১ ম্য়াচ খেলে ১ ম্যাচ ড্র। গ্রুপে একদম শেষে কানাডা।
গ্রুপ: জি
ব্রাজিল: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে ব্রাজিল।
স্যুইৎজারল্যান্ড: স্যুইৎজারল্যান্ডও ১ ম্য়াচ খেলে ১ ম্যাচ জিতে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে।
ক্যামেরুন: ক্যামেরুন তাদের প্রথম ম্য়াচে হেরে তালিকায় তৃতীয় স্থানে।
সার্বিয়া: গ্রুপে সবার শেষে সার্বিয়া। তারাও একটি ম্যাচ খেলে সেই ম্যাচে হেরেছে।
গ্রুপ এইচ
পর্তুগাল: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ জয়। গ্রুপে শীর্ষে পর্তুগাল।
দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়া একটিই ম্য়াচ খেলে তা ড্র করেছে। গ্রুপে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া।
উরুগুয়ে: ১ ম্যাচ খেলে ১ ম্যাচ ড্র। গ্রুপে তিন নম্বর পজিশনে রয়েছে উরুগুয়ে।
ঘানা: গ্রুপে একদম শেষে রয়েছে ঘানা। ১ ম্যাচ খেলে তারাও হেরে গিয়েছে ১ ম্য়াচ। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে তারা