Qatar vs India: সুনীলহীন ব্লু টাইগার্সদের সামনে ইতিহাস গড়ার হাতছানি, কোথায়, কখন দেখবেন ভারত-কাতার ম্যাচ?
Indian Football Team প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর হাতছানি ভারতীয় দলের সামনে।
নয়াদিল্লি: সুনীল জমানার পর প্রথম ম্যাচ, আর সেই ম্যাচের গুরুত্ব অপরিশীম। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup 2026 Qualifiers) দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে কাতারের বিরুদ্ধে (Qatar vs India) মাঠে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। ব্লু টাইগার্সের সামনে ইতিহাস গড়ার হাতছানি। তবে কিংবদন্তি সুনীল ছেত্রীকে ছাড়াই কিন্তু এই ম্যাচে মাঠে নামতে হবে ভারতীয় দলকে।
ভারতীয় দল বর্তমানে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। এটি আবার যুগ্মভাবে এএফসি এশিয়ান কাপ ২০২৭-র যোগ্যতা অর্জন বটে। কাতারকে এই ম্যাচে হারাতে পারলে ব্লু টাইগার্সদের দ্বিতীয় স্থান পাকা। প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছবে ভারতীয় দল। তবে এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জটা খুবই কঠিন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য ম্যাচ ড্র করলেও গুরপ্রীতরা পরের রাউন্ডে পৌঁছতে পারেন। তবে সেক্ষেত্রে আফগানিস্তান বনাম কুয়েত, গ্রুপের অন্য ম্যাচের ফলাফলও ভারতের পক্ষে যাওয়ার প্রয়োজন। সেই ম্যাচও ড্র হতে হবে।
কাদের ম্যাচ
বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে আজ, ১১ জুন মুখোমুখি হচ্ছে ভারত ও কাতার।
কখন খেলা?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.১৫ নাগাদ।
কোথায় খেলা?
দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় দেখবেন?
দুর্ভাগ্যবশত টিভিতে এই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে না।
অনলাইন স্ট্রিমিং
ভারতীয় দর্শকদের এই ম্যাচ দেখার একমাত্র উপায় ফ্যানকোড। ওই অ্যাপেই ম্যাচটির অনলাইন সম্প্রচার হবে।
𝐃𝐎-𝐎𝐑-𝐃𝐈𝐄 🇮🇳
— Indian Football Team (@IndianFootball) June 11, 2024
It's time for our boys to face the challenge head-on.
Let's rally behind our team 💙🙌🏻
💻 Watch the LIVE streaming only on @FanCode #QATIND #FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/fPt8qtaRI8
হেড-টু-হেড
কাতারের বিরুদ্ধে ব্লু টাইগার্সদের রেকর্ড কিন্তু একেবারেই আশানুরূপ নয়। এই পর্যন্ত দুই দলের চার বারের সাক্ষাৎকারে একবারও জেতেনি ভারতীয় দল। তিনটি ম্যাচ জিতেছে কাতার। একটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে ব্লু টাইগার্সরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের ডু অর ডাই ম্য়াচে আজ কাতারের বিরুদ্ধে নামবে ভারত