Mohun Bagan: দুরন্ত ম্যাকলারেন-রদ্রিগেজ়, গোল শুরু রবসনের, আইএফএ শিল্ডে বিরাট জয় মোহনবাগানের
IFA Shield 2025: মোহনবাগানও বিরাট জয় দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু করল। এবং গোল করার নিরিখে ছাপিয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বীদেরও।

কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জয় পেয়েছে। বৃহস্পতিবার মোহনবাগানের (Mohun Bagan) সামনে ছিল কঠিন পরীক্ষা। সমর্থকেরা অঙ্ক কষছিলেন, লাল-হলুদ শিবিরের মতোই প্রথম ম্যাচে দাপট দেখাতে পারবেন তো সবুজ-মেরুন ফুটবলাররা?
মাঠে দেখা গেল, মোহনবাগানও বিরাট জয় দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু করল। এবং গোল করার নিরিখে ছাপিয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বীদেরও। গোকুলাম কেরলকে ৫-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান।
গত কয়েক দিন ধরেই বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে মোহনবাগান শিবিরকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ইরানে খেলতে না যাওয়ায় মোহনবাগানকে নিয়ে কম বিতর্ক হয়নি। সমর্থকদের রোষের মুখে পড়েছেন কোচ হোসে মোলিনাও। সবুজ-মেরুন সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন দিমিত্রি পেত্রাতস।
বিতর্ক দূরে সরিয়ে রেখে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে অবশ্য দাপট দেখাল মোহনবাগান। গোকুলামের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। ৫-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিল তারা। গোকুলামকে কার্যত দাঁড়াতেই দিলেন না মোহনবাগান ফুটবলারেরা। বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল মোহনবাগানের। পূর্ণ শক্তির দল নামাতে পারেননি কোচ হোসে মোলিনা। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছেন লিস্টন কোলাসো, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদেরা। ছিলেন না সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসেরাও।
কিক অফের পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান । কিয়ান নাসিরি, জেমি ম্যাকলারেন, রবসন রোবিনহোরা নজর কাড়েন । ম্যাচের ১১ মিনিটের মাথায় আলবের্তো রদ্রিগেজ়ের গোলে এগিয়ে যায় মোহনবাগান । ২৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন । গোকুলাম প্রতিআক্রমণ তৈরি করার চেষ্টা করে। কিন্তু মোহনবাগান রক্ষণকে ভাঙতে পারেনি তারা। প্রথমার্ধে ম্যাচে ২-০ এগিয়ে ছিল মোহনবাগান ।
A 5-star win to start our IFA Shield campaign 🤩#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/PTmK0wuZFP
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 9, 2025
দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোল করে বসেন আপুইয়া। তবে গোল হজম করে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মোহনবাগান। ৫১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রদ্রিগেজ়। ৫৪ মিনিটের মাথায় গোল করেন রবসন। মোহনবাগানের জার্সিতে ব্রাজিলীয় তারকার প্রথম গোল। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ম্যাকলারেন। শেষ পর্যন্ত বিরাট জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান ।






















