IND vs SA: জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য সূর্যদের, ধর্মশালায় কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি?
IND vs SA T20: আগের ম্য়াচে দলের ব্যাটিং অর্ডার পুরো ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের সরণিতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।

ধর্মশালা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে জয় দিয়ে শুরু করলেও আগের ম্য়াচেই হারের মুখ দেখতে হয়েছে। টেস্ট সিরিজে হারের পর ওয়ান ডে সিরিজে জয় এসেছে। কিন্তু সেখানেও একটি ম্য়াচে হারতে হয়েছে। আবার টি-টোয়েন্টি সিরিজেও একটি ম্য়াচে হার। আগের ম্য়াচে দলের ব্যাটিং অর্ডার পুরো ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের সরণিতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে কোন কোন দুটো দল মুখোমুখি হবে?
পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াটে আগামীকাল ১৪ ডিসেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে।
কোথায় খেলা হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ?
ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি খেলা হবে ধর্মশালায়
কখন শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি?
১৪ ডিসেম্বর, ভারতীয় সময় সন্ধে ৭ থেকে থেকে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি, তার ৩০ মিনিট আগে হবে টস।
কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচটি?
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচটি টিভিতে দেখতে পারবেন স্টার স্পোর্টসের যে কোনও নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ
ভারতীয় ব্যাটিং অর্ডারে শুভমন গিলের উপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে একের পর এক ইনিংসে ব্যর্থ, তবুও তিনি কেন একাদশে, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুভমনকে দিয়ে ইনিংস ওপেন করাতে গিয়ে ভারতের টি-২০ দল থেকে বাদ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। ওপেনিংয়ে দুরন্ত ছন্দে থাকা সঞ্জু স্যামসনকে প্রথমে মিডল অর্ডারে নামিয়ে দেওয়া হয়। তবে নিজের পরিচিত জায়গা ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার পর আগের মতো ছন্দ দেখাতে পারেননি সঞ্জু। তিনি ভারতের একাদশ থেকে বাদই পড়ে গিয়েছেন। সঞ্জুর পরিবর্তে একাদশে উইকেটকিপার হিসাবে খেলছেন জিতেশ শর্মা। বৃহস্পতিবার একটি দারুণ রান আউট করলেও ব্যাট হাতে এখনও ভরসা দিতে পারেননি।
শুভমন গিল টি-২০ দলের সহ-অধিনায়ক এবং টি-২০ দলে তাঁর প্রত্যাবর্তনের পর থেকেই সঞ্জু স্যামসন প্রথম একাদশে জায়গা হারিয়েছেন। স্যামসনকে প্রথমে মিডল অর্ডারে ব্যাটিং করতে বলা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন যে, তাঁর একাদশে কোনও স্থানই নেই। তৃতীয় ম্য়াচে ভারতীয় একাদশে বদল হয় কি না তা দেখার।






















