Sunil Chhetri Retirement: ১৯ বছরের সফরের অবসান, অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী
Indian Football Team: কুয়েতের বিরুদ্ধে ৬ জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষেই ইতি টানছেন ছেত্রী।
নয়াদিল্লি: বয়স ৪০ ছুঁই ছুঁই। অনেকদিন ধরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিলই। সেই জল্পনা শেষ হল। নিজের অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) আইকন তথা দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। কুয়েতের বিরুদ্ধে ৬ জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষেই নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানছেন ছেত্রী।
বৃহস্পতিবার, ১৬ মে নিজের সোশ্যাল মিডিয়া মারফত এক ভিডিও বার্তায় এই বিষয়টি ঘোষনা করেন সুনীল ছেত্রী। ২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান। সেই ম্যাচেই নিজের প্রথম আন্তর্জাতিক গোলটিও করেন ছেত্রী। তারপর থেকে ভারতের জার্সিতে ১৫০টি ম্যাচ খেলে ফেলেছেন ছেত্রী। তবে আর নয় ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানছেন ভারতীয় অধিনায়ক। নিজের কেরিয়ারে ব্লু টাইগার্সের জার্সি গায়ে চাপিয়ে ৯৪টি গোল করেছেন। ভারতের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তো বটেই, মেসি, রোনাল্ডোর পরেই তিনি বর্তমান ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
ছেত্রী নিজের ভিডিও বার্তায় জানান তিনি বিগত মাস দেড়েক, দু'য়েক ধরেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন। ছেত্রী বলেন, 'বিগত ১৯ বছরে ফুটবল খেলার অনাবিল আনন্দ এবং জাতীয় দলের হয়ে খেলার চাপের মধ্যে কোনদিন আমি কত ম্যাচ খেলেছি, কটা গোল করেছি, কী কী করেছি, সেইসব নিয়ে ভাবিনি। তবে এখন সেই চিন্তা মাথায় আসে। বিগত দেড়, দুই মাসে এই ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। গোটা বিষয়টা আমার নিজেরই খুব অদ্ভুত লাগছিল। হয়তো এই শেষ ম্যাচের দিকে আমি এগোচ্ছিলাম বলেই সেই ভাবনাগুলো মাথায় আসছিল। অবশেষে যখন আমি সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, তখনই সেইসব চিন্তা মাথায় আসতে শুরু করে। আমার ব্যক্তিগত পারফরম্যান্স, এই কোচ, ওই কোচ, এই ম্যাচ, ওই ম্যাচ এইসব না না জিনিস নিয়ে ভাবতে শুরু করি।'
নিজের অবসরের সিদ্ধান্ত সর্বপ্রথম পরিবারকে জানান ছেত্রী। সেই খবর শুনেই তাঁর মা এবং স্ত্রী কান্নায় ভেঙে পড়েন বলে জানান ছেত্রী। 'আমি যখন অবসর নেব বলে সিদ্ধান্ত নিয়েই ফেলি, তখন সেটা সর্বপ্রথম আবার বাবা, মা এবং স্ত্রীকে জানাই। বাবা স্বাভাবিকই ছিলেন। তবে আমার মা এবং আমার স্ত্রী কাঁদতে শুরু করেন। ঠিক কেন ওঁরা কাঁদছিল সেটা ওঁরা নিজেও আমায় ভাষায় বোঝাতে পারেননি। আমি যে খুব ক্লান্ত বা কিছু হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, এমনটা নয়। হঠাৎই করেই বিষয়টা মাথায় আসে এবং আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলে। যদিও সেটা নেওয়ার পরেও আমি অনেক চিন্তাভাবনা করি এই বিষয়ে।' বলেন ভারতীয় কিংবদন্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দলের জয়ের দিনেই বুমরার থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন হর্ষল পটেল