ভারত এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর ফাইনাল রাউন্ড বাছাইপর্বের (AFC Asian Cup 2027 qualifiers) প্রস্ততি নিচ্ছে, যেখানে তারা গ্রুপ সি-তে রয়েছে বাংলাদেশের পাশাপাশি হংকং চিন এবং সিঙ্গাপুরের সঙ্গে। এই বাছাইপর্ব হোম-অ্যান্ড-অ্যাওয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
ব্লু টাইগারদের পরবর্তী বড় চ্যালেঞ্জ হংকং চায়নার বিরুদ্ধে, যাদের বিপক্ষে তারা ১০ জুন কোওলুন সিটির কাই তাক স্পোর্টস পার্কে অ্যাওয়ে ম্যাচ খেলবে। গ্রুপ সি-র প্রথম দু'টি ম্যাচ — ভারতের বিরুদ্ধে শিলংয়ে বাংলাদেশের ম্যাচ এবং সিঙ্গাপুরে হংকং চায়নার বিরুদ্ধে সিঙ্গাপুরের ম্যাচ — ড্র হয়েছে, ফলে চারটি দলই একটি করে পয়েন্ট অর্জন করেছে।
হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে ব্লু টাইগারসরা কলকাতায় ১০ দিনের প্রশিক্ষণ শিবির করবে, এরপর তারা ৪ জুন ব্যাংককে তাইল্যান্ডের বিরুদ্ধে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাবে। তাইল্যান্ডের পাথুম থানির থাম্মাসাট স্টেডিয়ামে তাইল্যান্ডের জাতীয় দলের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
🚨 #BlueTigers' Probables Squad Announcement 🔊
— Indian Football Team (@IndianFootball) May 7, 2025
Read more 👉 https://t.co/0sdf0a9bFl#IndianFootball ⚽ pic.twitter.com/kxIokLsThy
এরপর দলটি হংকং যাবে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে। ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে হংকং। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে তাইল্যান্ডের বিরুদ্ধে এই ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান যেখানে ১২৭-এ, সেখানে তাইল্যান্ড রয়েছে ৯৯-এ। অর্থাৎ, ভারতকে এই ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।
মার্কেজের বাছাই করা ভারতীয় স্কোয়াডে আছেন যাঁরা-
গোলরক্ষক: ঋত্বিক তিওয়ারি, বিশাল কয়েথ, গুরমীত সিংহ চাহাল, অমরিন্দর সিংহ।
ডিফেন্ডার: নাওরেম রোশন সিংহ, রাহুল ভেকে, কনশম চিংলেনসানা সিংহ, আনোয়ার আলি, থাংজাম বরিস সিংহ, সন্দেশ ঝিঙ্গান, আশিষ রাই, শুভাশিস বসু, মেহতাব সিংহ, তেকচম অভিষেক সিংহ, নিখিল প্রভু।
মিডফিল্ডার: সুরেশ সিংহ ওয়াংজাম, নাওরেম মহেশ সিংহ, আয়ুষ দেব ছেত্রী, উদান্ত সিংহ, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, আশিকে কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেজ।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াডওয়াড, মানবীর সিংহ, সুহেল আহমদ ভাট, লালিয়ানজুয়ালা ছাঙতে।























