Indian Football Team: মোহনবাগানের ৭, আছেন একাধিক ইস্টবেঙ্গল তারকাও, ফ্রেন্ডলি ম্যাচের জন্য ঘোষিত ভারতের সম্ভাব্য দল
Manolo Marquez: ২৬ জনের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হলেও, সেই তালিকায় কাটছাঁট হবে। সুযোগ পাবেন মোট ২৩ জন ফুটবলার।
নয়াদিল্লি: ভিয়েতনামে আসন্ন ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করলেন ভারতীয় সিনিয়র দলের (Indian Football Team) প্রধান কোচ মানোলো মার্কেজ (Manolo Marquez)। এই টুর্নামেন্টটি হবে অক্টোবরে।
নাম ডিন-এ থিয়েন ট্রুয়ং স্টেডিয়ামে ভারতীয় দল আয়োজক ভিয়েতনাম ও লেবাননের মুখোমুখি হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর। তবে ২৬ জনের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হলেও, সেই তালিকায় কাটছাঁট হবে। ২৩ সদস্যের চূড়ান্ত তালিকা দল ভিয়েতনাম যাত্রা করার আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
মানোলোর ঘোষিত দলে কলকাতার দুই প্রধানেরই প্রতিনিধিত্ব রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টসের লিস্টন কোলাসো, মনবীর সিংহের মতো সাত সাতজন ফুটবলার এই দলে আছেন। অপরদিকে ইস্টবেঙ্গলেরও একাধিক ফুটবলারকে রাখা হয়েছে এই দলে। তাঁরা হলেন আনোয়ার আলি, জিকসন সিংহ ও নন্দকুমার।
এই দুই ফ্রেন্ডলি ম্য়াচের আগে মানোলো মার্কেজ-বাহিনী কলকাতাই ডেরা জমাবে। ৫ ও ৬ অক্টোবর তিলোত্তমায় ব্লু টাইগার্সদের অনুশীলন করার কথা তিলোত্তমায়। তারপর সেখান থেকেই দল ৭ অক্টোবর ভিয়েতনামের উদ্দেশে পাড়ি দেবে। সেখানে কিছুদিন অনুশীলন সেরে মাঠে নামবেন জিকসনরা। ইন্টারকন্টিনেন্টাল কাপে হতাশাজনক পারফরম্যান্স দিয়ে ভারতীয় ফুটবলে মার্কেজ-জমানা শুরু হয়েছে। সেই হতাশা ছেঁটে ফেলে এই দুই ম্যাচে জয়ে ফেরাই লক্ষ্য ভারতের।
ভারতের ঘোষিত ২৬ জনের দল:-
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিংহ, বিশাল কাইথ।
ডিফেন্ডার: নিখিল পুজারি, রাহুল ভেকে, চিংলেনসানা সিংহ, আনোয়ার আলি, আকাশ সাঙ্গওয়ান, শুভাশিস বসু, আশিস রাই, মেহতাব সিংহ, রোশন সিংহ নওরেম।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, লালরিনলিয়ানা নামতে, জিকসন সিংহ, নন্দকুমার শেকর, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, আপুইয়া, লালিয়ানজুয়ালা ছাঙতে
ফরোয়ার্ড: এডমন্ড লালরিনডিকা, ফারুখ চৌধুরি, মনবীর সিংহ, বিক্রম প্রতাপ সিংহ, রহিম আলি।
Manolo Márquez names 26 probables for Vietnam Tri-Nation friendly tournament.
— Indian Football Team (@IndianFootball) September 30, 2024
Goalkeepers: Gurpreet Singh Sandhu, Amrinder Singh, Vishal Kaith.
Defenders: Nikhil Poojary, Rahul Bheke, Chinglensana Singh Konsham, Anwar Ali, Aakash Sangwan, Subhasish Bose, Asish Rai, Mehtab Singh,… pic.twitter.com/flwNdZfyrf
(তথ্য: আইএসএল মিডিয়া)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঘরের মাঠে ফের লজ্জাজনক পারফরম্যান্স, ম্যান ইউনাইটেডকে দুরমুশ করল টটেনহ্যাম হটস্পার