Viral Video: মাঠের মাঝেই পড়ল বাজ, ইন্দোনেশিয়ায় মৃত ফুটবলার
Football: ২ এফএলও এফসি বানডুং এবং এফবিআই সুবাংয়ের মধ্যে পশ্চিম জাভার বানদুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে এক ফ্রেন্ডলি ম্যাচে ঘটনাটি ঘটে।
জাকার্তা: ইন্দোনেশিয়ায় (Indonesia) আয়োজিত এক ম্যাচের আগের এক ঘটনা গোটা ফুটবলবিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। এক ফ্রেন্ডলি ম্যাচে মাঠের মাঝেই মৃত্যু হল এক ফুটবলারের। তাঁর নাম সেপ্টেন রাহারজা (Septain Raharja)।
ঘটনাটি ঘটে শনিবার, ১০ ফেব্রুয়ারি। ২ এফএলও এফসি বানডুং এবং এফবিআই সুবাংয়ের মধ্যে পশ্চিম জাভার বানদুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে এক ফ্রেন্ডলি ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। সেই ম্যাচ শুরুর আগে মাঠে অনুশীলন সারছিলেন ফুটবলাররা। ঠিক সেইসময়ই সেপ্টেনের ওপর ব্রজবিদুৎ পরে। খবর অনুযায়ী, এরপরেও সেপ্টেন বেঁচে ছিলেন বলেই রিপোর্টে দাবি করা হয়েছে। তাঁকে এই ঘটনার পরে তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
🇮🇩🙏 On Saturday afternoon in Indonesia, a footballer, identified as Septain Raharja, met a tragic end after being struck by a lightning bolt while playing in a friendly football match between 2 FLO FC Bandung and FBI Subang.
— CentreGoals. (@centregoals) February 12, 2024
According to local media PRFM News, although he was… pic.twitter.com/mdcbZbg20r
এমন ঘটনা কিন্তু এই প্রান্তে নতুন কিছু নয়। প্রায় বছর খানেক আগে এই স্টেডিয়ামেই আরেক ফুটবলারের ওপরই ব্রজবিদুৎ পরে। পূর্ব জাভার নিবাসী এক তরুণ ফুটবলারও ওপরের বিদুৎ পরে। অনূর্ধ্ব ১৩-র এক টুর্নামেন্টে ঘটনাটি ঘটে। এরপরেই সেই তরুণ ফুটবলারের হার্ট অ্যাটাক হয়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনি অবশ্য সে যাত্রায় বেঁচে যান। সিঙ্গাপুরেও বাজপুরে মৃত্যুর এমন ঘটনা এর আগেও ঘটেছে। তবে ৩৫ বছর বয়সি সেপ্টেনর এমন আকস্মিক মৃত্যুতে ফুটবল মহলে শোকের ছায়া।
বিশ্বরেকর্ডধারীর দৌড় থামল
মাত্র চার মাস আগেই যুক্তরাষ্ট্রের শিকাগোয় গড়েছিলেন বিশ্বরেকর্ড। সেই স্প্রিন্টার কেলভিন কিপটাম (Kelvin Kiptum) আর নেই। গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সেই থেমে গেল কেনিয়ান স্প্রিন্টারের জীবনের দৌড়। পুলিশের রিপোর্ট অনুযায়ী রবিবার কেনিয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তারকা স্প্রিন্টার। তাঁর পাশাপাশি গাড়িতে উপস্থিত তাঁর কোচ জারভাইস হাকিজিমানাও (Gervais Hakizimana) পরলোক গমন করেন। তারকা স্প্রিন্টারের এত অল্প বয়সে জীবনাবসানের ফলে স্বাভাবিকভাবেই ক্রীড়ামহলে শোকের ছায়া।
পুলিশের রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম কেনিয়ার কাপ্তাগাতে নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারকা স্প্রিন্টার। তাঁর গাড়ি সোজা গিয়ে একটি গাছে ধাক্কা মারে। তারপর সোজা গিয়ে গাড়ি পরে খাদে। কেলভিনের হাতেই গাড়ির স্টিয়ারিং ছিল। দুর্ঘটনার জেরে কেলভিন ও তাঁর কোচ সেখানেই প্রাণ হারান। গাড়িতে উপস্থিত তৃতীয় এক ব্যক্তিকে সঙ্কটজনক অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ছিটকে দিয়ে অলিম্পিক্সে জায়গা পাকা করল আর্জেন্তিনা