Brazil vs Argentina: দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ছিটকে দিয়ে অলিম্পিক্সে জায়গা পাকা করল আর্জেন্তিনা
Paris Olympics: দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ০-১ স্কোরলাইনে হারাল আর্জেন্তিনা।
নয়াদিল্লি: ২০১৬ সালে রিও অলিম্পিক্স এবং ২০২০ টোকিও গেমস, পরপর দুই অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতেছিল ব্রাজিল। তবে সোনার জয়ের হ্যাটট্রিক করা হল না সেলেসাওদের। স্বপ্নভঙ্গ হল আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেই। রবিবার আর্জেন্তিনার কাছে (Brazil vs Argentina) ০-১ স্কোরলাইনে হেরে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের দৌড় থেকেই ছিল গেল ব্রাজিল।
গত দুইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচ ড্র করলেই প্যারিসের টিকিট পেয়ে যেত। তবে ভেনেজুয়েলায় যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে হেরেই বসে ব্রাজিল। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিক্স চ্যাম্পিয়ন আর্জেন্তিনার হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন লুসিয়ানো গন্ডুই।
লাতিন আমেরিকা থেকে প্যারিস অলিম্পিক্সের নামার আরেকটি টিকিট জোগাড় করে প্যারাগুয়ে। তাঁরা আয়োজক ভেনেজুয়েলার বিরুদ্ধে ২-০ জয় পায়। প্যারাগুয়ের হয়ে মিডফিল্ডার দিয়োগো গোমেজ ম্যাচের ৪৮তম মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দলের ফরোয়ার্ড মার্সেলো পেরেজ ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন। এই জয়ের পর আর্জেন্তিনাকে পিছনে ফেলে গ্রুপ শীর্ষে থেকে প্যারিসের ছাড়পত্র জোগাড় করে প্যারাগুয়ে।
অলিম্পিক্সে যে কোনও দলে তিনজন বয়স উর্ধ্ব খেলোয়াড়কে নেওয়া যায়। কিন্তু এই টুর্নামেন্টে তেমনটা ছিল না। কেবল অনূর্ধ্ব ২৩ ফুটবলাররাই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। আর্জেন্তিনা প্যারিসের ছাড়পত্র তো পেয়েইছে, সবকিছু ঠিকঠাক থাকলে এক বিশেষ খেলোয়াড়কে প্যারিস অলিম্পিক্সে আর্জেন্তাইন জার্সি গায়ে মাঠে নামতে দেখা যেতে পারে। তিনি লিওনেল মেসি। মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের অধিনায়ক।
মেসির ভাঁড়ারে ইতিমধ্যেই কিন্তু অলিম্পিক্সে সোনা জয়ের কৃতিত্ব রয়েছে। ২০০৮ সালে অ্যাঞ্জেল দি মারিয়া, সার্জিও আগুয়েরোদের মতো ভবিষ্যত মহাতারকাদের নিয়ে তৈরি দলে ছিলেন মেসিও। সেইবার সোনা এসেছিল আর্জেন্তিনার ঘরে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে মেসিকে প্যারিস অলিম্পিক্সে খেলানোয় আগ্রহী তাঁর দীর্ঘদিনের সতীর্থ হাভিয়ের ম্যাশচেরানো। এ বিষয়ে অনূর্ধ্ব ২৩ দলের কোচ ম্যাশচেরানো বলেন, 'লিওর সঙ্গে আমার সম্পর্ক ঠিক কেমন, সেই বিষয়ে তো সকলেই অবগত। ওর জন্য আমাদের দরজা সবসময় খোলা রয়েছে। এবার এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ওর ওপর নির্ভরশীল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ২৪ থামল জীবনের দৌড়, গাড়ি দুর্ঘটনায় মৃত বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার কেলভিন