ISL 2024: পেত্রাতসের গোলে ফের জয়ের সরণিতে মোহনবাগান, লিগ টেবিলে সামনে শুধু মুম্বই
Mohun Bagan Supergiant: একই সঙ্গে লিগ টেবিলে ২ নম্বরে থাকল বাংলার এই শতাব্দী প্রাচীন ক্লাবটি। অন্য়দিকে আরও একটা হারের সঙ্গে সঙ্গে এবার লিগের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব শিবির।
নয়াদিল্লি: আইএসএলে ফের জয়ের সরণিতে ফিরল মোহনবাগান সুপারজায়ান্ট(Mohun Bagan Supergiant) । পাঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল অ্য়ান্তােনিও লোপেস হাবাসের দল। আগের ম্য়াচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হারতে হয়েছিল সবুজ মেরুন বাহিনীকে। পাঞ্জাবকে হারিয়ে ছন্দে ফিরল দল। একই সঙ্গে লিগ টেবিলে ২ নম্বরে থাকল বাংলার এই শতাব্দী প্রাচীন ক্লাবটি। অন্য়দিকে আরও একটা হারের সঙ্গে সঙ্গে এবার লিগের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব শিবির।
ম্য়াচে অবশ্য ধারেভারে যেভাবে এগিয়ে ছিল মোহনবাগান, সেই তুলনায় জয় এল অনেক কষ্ট করেই। বড় ব্যবধানে জয়ের আশা থাকলেও তা হল না। এদিন শুরু থেকেই পাঞ্জাবের ওপর চাপ তৈরির চেষ্টা করে যাচ্ছিল সবুজ মেরুন বাহিনী। বারবার আক্রমণে উঠে আসছিলেন মনবীর, কামিংস, পেত্রোতসরা। খেলার শুরুতে ১২ মিনিটের মাথায় সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি পাঞ্জাবের ফরোয়ার্ড লাইন। চার মিনিট পরে সুযোগ আসে মোহনবাগানের। দুরপাল্লার শট নেন শুভাশিস বোস। সেই শট আটকে দেন পাঞ্জাবের গোলক্ষক।
এরপর আরও কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করে হাবাসের ছেলেরা। কিন্তু মাঝমাঠ পেরোতই খেই হারিয়ে ফেলেছিলেন তাঁরা। মিস পাস, হার্ড ট্যাকল করার ফলে ফাউলও হয় বেশ কয়েকবার। হলুদ কার্ডও দেখেন দীপক টাঙরি। তিনি পরের ম্য়াচে খেলতে পারবেন না। তবে এরই মধ্য়ে প্রথমার্ধের শেষের দু মিনিট আগে গোল পেয়ে যান দিমিত্রি পেত্রাতস। ডি বক্সের বাইরে থেকে শুভাশিসের নেওয়া শট পাঞ্জাব গোলরক্ষক বাঁচিয়ে দিলেও ফিরতি বল পেয়ে যান কামিংস। তিনি পাস দেন পেত্রাতসকে। সহজ সুযোগ মিস করেননি বাগানের স্ট্রাইকার। সমতা ফেরানোর সুযোগ পেলেও ফ্রি কক থেকে বল জালে জড়ালেও অফ সাইডের জন্য গোল বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে পাঞ্জাব কিছুটা আক্রমণের চেষ্টা করেছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি তারা। এমনকী মোহনবাগানও পারেনি গোলের ব্য়বধান বাড়াতে। মোহনবাগান চলতি মরশুমে হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেডকেও দু’বার করে হারিয়েছে। গত দু’টি অ্যাওয়ে ম্যাচে তিন বা তার বেশি গোল করেছে সবুজ-মেরুন বাহিনী। পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠে শেষ তিন ম্যাচে জিততে পারেনি। একটিতে ড্র করেছে ও দু’টিতে হেরেছে। এদিনও হেরে গেল তারা।