Messi In Kolkata: যুবভারতী-কাণ্ডে উদ্যোক্তাদের দোষারোপ নয়, 'অবাঞ্ছিত ভিআইপিদের দূরে রাখার' পরামর্শ বাইচুংয়ের
Bhaichung Bhutia: উদ্যোক্তারা নিজেদের সাধ্যমতো পরিস্থিতি সামাল দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছিলেন বলেই মনে করেন বাইচুং ভুটিয়া

কলকাতা: হাজার হাজার মেসি (Kolkata Messi Event vandalism) সমর্থক সপ্তাহান্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন তাঁদের প্রিয় ফুটবলারকে একবার দেখবেন বলে। তবে সেই আনন্দের মুহূর্তই বদলে যায় অরাজকতায়। অভিযোগ মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী-VIP-রাই। টিকিট কেটেও মাঠে মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা। মাঠে ঢুকে ভাঙচুর। উড়ে আসে জলের বোতল, চেয়ার।
গোটা ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস উদ্যোক্তাদেরই কাঠগড়ায় তুলেছেন। গ্রেফতার করা হয় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তবে এই ঘটনায় কিন্তু উদ্যোক্তাদের হয়েই ব্যাট ধরলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তিনি ANI-কে এক সাক্ষাৎকারে জানান, 'আমার মতে গোটা ঘটনাটিই বেশ দুর্ভাগ্যজনক। আমার মনে হয় উদ্যোক্তারা নিজেদের সাধ্যমতো সম্পূর্ণ চেষ্টা করেছিলেন। তবে অনেক সময়ই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, বিশেষত এই ভিআইপি সংস্কারটা নিয়েই সমস্যা। অনেক সময় আয়োজকদের জন্য এই ভিআইপি যাদের সেখানে থাকার কথাই নয়, তাদের সরাতে গিয়ে নাজেহাল হতে হয়। আমার মতে ওরাই মাঠে ঢুকে জায়গাটায় ভিড় জমিয়ে দিয়েছিল। প্রকৃত সমর্থকেরা তো মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। সেইজন্যই সমর্থকেরা হতাশ হয়ে গিয়েছিলেন। আশা করছি এমন ভুলগুলি আর হবে না।'
প্রাক্তন ভারতীয় ফুটবলার আরও যোগ করেন, 'শুনলাম মেসিকে দেখতে প্রায় ৮০ হাজার সমর্থক এসেছিলেন। মেসি তো কলকাতা তথা ভারতে পূজিত হন। তাঁকে দর্শকরা এত টাকা দিয়ে দেখতে এসে এত দূর থেকে দেখে হতাশ হয়েছেন। যতদূর জানি সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি এটুকুই বলতে চাই ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও ভালভাবে আয়োজন করতে হবে এবং এই অবাঞ্ছিত ভিআইপিদের দূরে রাখতে হবে।'
দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মেসির কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, 'সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী। ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি'।






















